নাগরিক ডেস্ক: প্রাচীন ঐতিহ্যের শহর হেভরনের একটি রাস্তার নাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার।
পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। একইসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, তারা(ফিলিস্তিন সরকার) জানিয়েছে যে হেভরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা নামকরণ করবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে।
One Comment
MarcosAnobe
tadalafil 40: http://tadalafilonline20.com/ tadalafil pills 20mg