নাগরিক বিনোদন : প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস যৌন হেনস্থার শিকার হয়েছেন। আর এ ঘটনা ঘটেছে ভরা মঞ্চে। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এক নারী ভক্তের বিরুদ্ধে।
এমনই একটি ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাতদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালীন মঞ্চের কোনায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিন জন। তথ্য ও ছবি মানবজমিন।