নাগরিক সময় : বিএনপি দলীয় এমপি হারুন অর রশীদকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে নি¤œ আদালতের দেয়া ৫০ লাখ টাকা অর্থদ-ও স্থগিত করেছে আদালত। সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে হারুন অর রশীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। সঙ্গে ছিলেন এমপি হারুন অর রশীদের স্ত্রী ও আইনজীবী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করে এমপি হারুনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জরিমানার দ- স্থগিত করে বিচারিক আদালতের নথি তলব করেছেন।
উল্লেখ্য, গত ২১শে অক্টোবর শুল্কমুক্ত গাড়ি আমদানি বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় এমপি হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদ- দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৪। একই সঙ্গে, ৫০ লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেন আদালত।