নাগরিক ডেস্ক: বরগুনা সদরের মোহাম্মাদিয়া জামে মসজিদ থেকে ইমরান (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ফজরের সময় তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন মসজিদের ইমাম।
ইমরান সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। তিনি স্থানীয় প্রাইভেট কনফিডেন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে ইমরানের বাবা খলিল জানান, শহরের কনফিডেন্স স্কুলে তার ছেলে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছিলো। বিকালে কোচিং শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাইরে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় রাতে ইমরানকে খোঁজাখুঁজি করে তার মা বাবা। কিন্তু কোনো সন্ধান মেলেনি।
আজ সোমবার ফজরের আজানের জন্য মসজিদে মোয়াজ্জিন এসে লাশটি বারান্দার বাইরে ঝুলতে দেখেন। এ সময় লাশের সঙ্গে একটি মোবাইল পাওয়া যায়।
