নাগরিক প্রতিবেদক : রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ডিইও) জানেনা তার জেলায় কতোটি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এমনকি এ সংক্রান্ত কোন তথ্য তার অফিসে নেই বলে জানান জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দীন।
রাজশাহী জেলার এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার গণগতমান ও তার সার্বিক বিষয় নিয়ে গত সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দীন এর সাথে আলাপ কালে এতথ্য জানান। এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানের মধ্যেলেখাপড়ায় ভালো অবস্থানে কতোটি প্রতিষ্ঠান রয়েছে এবিষয়ে জানতে চাইলে তিনি, রেগে গিয়ে বলেন “আপনাদের এ তথ্য কেন দিব, প্রয়োজন হলে আমার উর্দ্ধতনকে বিস্তারিত জানাবো আর এসংক্রান্ত কোন তথ্য আমার জানা নেই”। এসময় তার কাছে, জেলা শিক্ষা অফিসের কাজ কি? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করি। এছাড়া অন্যান্য কিছু কাজ করে থাকি।” এক পর্যায়ে জেলা কতোটি প্রতিষ্ঠান তাদের তালিকা ভূক্ত আছে এসংক্রান্ত একটি লিষ্ট প্রদান করেন। আর জেলার কোন প্রতিষ্ঠান গুলোর শিক্ষার মান ভালো তা রাজশাহী শিক্ষা বোর্ডের কাছে এসংক্রান্ত তথ্য আছে বলে তিনি জানান।
এদিকে, দুপুর ৩টার পর রাজশাহী জেলা শিক্ষা অফিসে গিয়ে দেখা গেছে বেহাল দশা। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত। এবিষয়ে অফিসের এক কর্মকর্তা জানান,“ লাঞ্চের জন্য বেশীর ভাগ লোক বাইরে আছেন।এক প্রশ্নে জবাবে তিনি বলেন, এখানে কাজের খুব চাপ। এজন্য নির্ধারিত সময়ে লাঞ্চ করা সম্ভব হয়না। তাই কাজের ফাকে সময় করে তারা লাঞ্চ করেন।
