নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে মাকে হত্যার ঘটনায় মাদকাসক্ত পুত্রকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘাতক সুমুন ঘোষকে গ্রেফতার করে। গত ৬ জানুয়ারী সকালে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে শ্রী শংঙ্করী রানী (৬০) নামের এক মা খুন হন।
এই ঘটনার পর থেকে সুমুন ঘোষকে আটক করার জন্য খুজছিলো পুলিশ। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম সুমুন ঘোষকে আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।