নাগরিক প্রতিবেদক: ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)’র রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর গণকপাড়ায় মানববন্ধন করে সংগঠনের শ্রমিক নেতাকর্মীরা।
ইনসাবের দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি উদ্যোগে শহরে থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে সূলভমূল্যে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা এবং কলোনিতে কলোনিতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্মাণক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নির্মাণ শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে স্কিম চালু, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, শ্রমিকদের অধিকার আদায়ে যাতে আদালতের শরণাপন্ন হতে পারে সেই জন্য প্রত্যেক জেলা/উপজেলায় শ্রম আদালত স্থাপন করা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইনসাব রাজশাহী জেলা শাখার সহসভাপতি আজিজুল হক বাঙ্গালী।মানবন্ধন পরিচালনা করেন, সংগঠনটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।