নাগরিক বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। গোপনে বাউন্ডুলের সঙ্গে ভালোবেসে বিয়ে সেরেছেন তিনি। এরপর প্রভাকে ত্যাজ্য করেছেন তার বাবা।
তবে প্রভার সঙ্গে এসব ঘটনা বাস্তবে ঘটেনি, ঘটেছে নাটকে। ‘পরের মেয়ে’ নামের একটি ধারাবাহিকে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে প্রভার স্বামী হিসেবে দেখা যাবে ইন্তেখাব দিনারকে।
‘পরের মেয়ে’ ধারাবাহিকটি রোববার (১৯ জানুয়ারি) এনটিভিতে প্রচার হবে। আরও জানা গেছে, এটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। এতে ইন্তেখাব দিনার ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন দিলারা জামান,গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমুখ।