নাগরিক প্রতিবেদক: ইউজিসি’র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্দেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘র্যাগিং ও মাদক বিরোধী’ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এরই মধ্যে র্যাগিং প্রতিরোধে প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং র্যাগিং-এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং করা যাবে না। র্যাগিং করলে বা উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং ও মাদক প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সেই মাফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কমিটি গঠন করেছে। কমিটি র্যাগিং ও মাদক প্রতিরোধে সোচ্চার থাকবে।