নাগরিক প্রতিবেদক: পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বহুতল ভবন নির্মাণের গভীর পাইলিং করার প্রভাবে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ের চৌরঙ্গী জামে মসজিদের ভবনটি পাশের আবাসিক হোটেল সেঞ্চুরির ভবনে হেলে পড়েছে। সেই সাথে মসজিদের পেছনের দিকে দেখা দিয়েছে ফাটল । ভবন হেলে পড়া ও ফাটল দেখা দেয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় জনগন।
স্থানীয় মুসল্লিদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ১ বিঘা জমির উপর যে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং করছেন তার প্রভাবে মসজিদে ফাটল ও ভবনটি হেলে পড়েছে। আর মসজিদের সাথে যে মাদ্রাসা রয়েছে সেটি বড় ধরণের দুর্ঘটনার শংকায় ছুটি দিয়ে দেয়া হয়েছে। কারণ ভবন ধসে পড়ার আতঙ্কে কোন ছাত্র সেখানে থাকতে চাননি। এ কারণে ঘটতে পারে । এ নিয়ে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর রাজশাহী সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
।