নাগরিক প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় মায়ের ওপর অভিমান করে শ্রাবনী খাতুন আলো (১২) নামের এক সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার বিকালে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। শ্রাবনী খাতুন আলো পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর এলাকার আল আমিনের মেয়ে শ্রাবনী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করেছেন পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
One Comment
MarcosAnobe
generic tadalafil 40 mg: http://tadalafilonline20.com/ tadalafil 40 mg daily