নাগরিক ডেস্ক:
আইফোন ও স্যামসাং স্মার্টফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দুই ব্র্যান্ডের বেশ কয়েকটি স্মার্টফোনের নকল সংস্করণ বাজারে এসেছে বলে জানিয়েছে চীনা বেঞ্চমার্কিং পোর্টাল মাস্টার লু।
মাস্টার লু’র প্রকাশিত তালিকায় দেখা গেছে, চীনে ভুয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং ২৮ দশমিক ৭ আর অ্যাপল ১৫ দশমিক ৮৮ শতাংশ দখল করেছে। চীনের পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, বিভিন্ন দেশ থেকে পুরোনো আইফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করে চীনভিত্তিক প্রতিষ্ঠান। বেশ কিছু নকল যন্ত্রপাতি ও লোগোও তৈরি করে প্রতিষ্ঠানগুলো। কর্মী ভাড়া করে ভুয়া আইফোন তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশে তা সরবরাহ করে ভুয়া আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
গ্যাজটস নাউ জানায়, সাশ্রয়ী দামের এসব ফোন অনেকেই আসল মনে করে কিনে ফেলেন।
মাস্টার লু প্রকাশিত শীর্ষ ১০ ভুয়া ফোনের তালিকার মধ্যে রয়েছে- স্যামসাং ডব্লিউ ২০১৮, আইফোন ৮, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স, স্যামসাং ডব্লিউ ২০১৯, স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস, শাওমি মি ম্যাক্স, শাওমি মি ৯ ও
ওয়ান প্লাস ৭ প্রো।
2 Comments
cialis 10 mg
hello guos 9128738515
MarcosAnobe
tadalafil generic: http://tadalafilonline20.com/ tadalafil tablets