নাগরিক প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে ইয়াবা সেবনকারী নয়ন (৩৪)। এবং ইয়াবার গডফাদার সৈয়দপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিন রেজা (৩৪)।
বাগমারা থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহির রেজা এবং নয়নকে গ্রেপ্তার করে। ইয়াবা সহ আটকের ঘটনায় বাগমারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হবে। গ্রেপ্তারকৃত দুই জনকে এর আগেও একাধিকবার মাদকদ্রব্যসহ আটক করে পুলিশ। ।