নাগরিক ডেস্ক: আমাদের নতুন সময় পত্রিকার আইডি কার্ড ও আনুমানিক ১৫০০ পিস ইয়াবাসহ লাইজু (৩৮) নামের একজন কথিত নারী সাংবাদিককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় চট্টগ্রাম পটিয়া কুসুম পুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। লাইজু বরিশাল বরগুনা সদর থানার ছোট গৌরী ছন্না ইউনিয়নের মীর মহল গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম জাকির হোসেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক নাগরিক বার্তাকে জানান, দুপুর ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি একজন মহিলা ইয়াবার চালান নিয়ে যাচ্ছে। বিকেল থেকে কুসুম পুরা বাজারে চট্টগ্রাম-ঢাকামুখী বিভিন্ন পরিবহনের যাত্রীদের তল্লাশি করা হয়।
সন্ধ্যা ৬টার সময় লাইজু একটি পরিবহন থেকে নেমে সিএনজিতে ওঠার সময় মহিলা কনস্টেবল দিয়ে তাকে তল্লাশি করা হয়। এ সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উত্তেজিত হয়ে বলেন, আমি সাংবাদিক, আমার সাথে এগুলো ঠিক হচ্ছে না। এর পরিনাম ভালো হবে না।
একপর্যায়ে লাইজু স্বীকার করে তার পেটে ইয়াবা আছে। পটিয়া উপজেলা মোড়ে একুশে লেবে তার পেট এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে পেটের ভেতর বেশকিছু ইয়াবার বাণ্ডিল দেখা যায়। পরে থানায় নিয়ে পেটের ভেতর থেকে কিছু ইয়াবা বের করা হয়। সম্পূর্ণ বের করা সম্ভব হয়নি। বাকিগুলো বের করার চেষ্টা চলছে। আগামীকাল তার বিরুদ্ধে মামলা রুজু হবে।
আমাদের নতুন সময়ের পরিচয়পত্রের বিষয় জানতে চাইলে বলেন, ‘ঢাকা অফিসে ফোনে কথা হয়েছে। তারা জানান এ নামে তাদের কোনো রিপোর্টার নেই। আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান নাগরিক বার্তাকে জানান, আমাদের চট্টগ্রাম অফিসে এ নামের কোনো রিপোর্টার নেই। ঢাকা অফিসে বার্তা সম্পাদকের সঙ্গে কথা হয়েছে।
তিনি জানান, লাইজু ইসলাম নামের একজন ছেলে রিপোর্টার আছে। তিনি অফিসেই আছেন। লাইজু নামের মহিলার কাছে পাওয়া পরিচয়পত্রটি আমি দেখেছি, আমাদের পত্রিকার পরিচয়পত্রের সঙ্গে শুধু নামের মিল আছে, বাকিগুলোর মিল নেই। এটা ভুয়া আইডি কার্ড।