নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পতাকা বৈঠকের সময় দিয়েও হাজির হয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার পাঁচ রাখাল বাংলাদেশিকে ধরে নিয়ে যাবার ঘটনায় শনিবার পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ফলে বৈঠক না করেই ফিরে এসেছে বিজিবি দল।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০) কে ধরে নিয়ে যায় বিএসএফ। এ সময় একজনকে নির্যাতনও করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ ঘটনার পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত দিতে শুক্রবারই বিএসএফকে আহ্বান জানায় বিজিবি। এরপর শনিবার সকালে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় বিজিবির একটি দল যায়। এর বিপরীতে ভারতের নির্মল চর সীমান্ত। সেখানেই বিএসএফ দলের আসার কথা ছিলো। কিন্তু তারা আসেনি। ফলে পতাকা বৈঠক না করেই বিজিবির দলটিকে ফিরে আসতে হয়।