নাগরিক বিনোদন : রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার রাতাহারি গ্রামের হামিদুর রহমানের ছেলে সোহাগ আলী (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন আলী (১১)। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোদাগাড়ী-আমনূরা সড়কের সাধুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় ওই মাইক্রোবাসটি না থেমে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।