নাগরিক প্রতিবেদক : নওগাঁর পোরশা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনু-প্রবেশের কারনে একজন নারী সহ তিন ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা ২৩১/১০(এস) পিলারের টেকঠা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্দন মারী গ্রামের মৃত নরেশ হাস্দার ছেলে সামিউল হাস্দা (২৫), একই এলাকার মন্টুর স্ত্রী শান্তনা মুর্মু(৫০) ও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার চোরদিঘী গ্রামের লক্ষিরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি(২২)। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, এব্যাপারে থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে এবং আটককৃত ভারতীয় তিন নাগরিককে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়।