নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাববের আলী ওরফে আক্কাস (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চার মাসের শিশু সন্তান আদিব আল হাসান, শিশু মুসফেরা (৮), চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫) ও অজ্ঞাত এক নারী (২২)।
রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ গনমাধ্যমকে জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও শিশু মারা যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।