নাগরিক প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রীদের উত্যক্তকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন। শুক্রবার সকালে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থী। মামলা নং- ১৮।
শনিবার বিকেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী ওই ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনও কাজে মনযোগ দিতে পারছি না।