নাগরিক প্রতিবেদক : জামায়াতা-শিবিরের গোপন বৈঠক সন্দেহে ইসলামী ব্যাংক রাজশাহীর নিউমার্কেট শাখায় পুলিশ অভিযান চালিয়েছে। ইসলামী ব্যাংকে জামাত-শিবিরের গোপন বৈঠকের খবরের ভিত্তিতে ডিবি পুলিশ শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় সেখানে অভিযান চালায়।
প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ভেতরে থাকার পরে বাইরে এসে ডিবি পুলিশ জানায়, নিউমার্কেটের ইসলামী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে জামাত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন একটি তথ্যের ভিত্তিতে তারা সেখানে অবস্থান করেন। এরপর তারা ভিতরে গিয়ে সবকিছু দেখেন তাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিলো। পরে ডিবি পুলিশ কিছু না পেয়ে ফিরে যায়।