নাগরিক ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সর্বকালের জনপ্রিয় নায়কদের অন্যতম সালমান শাহ। মৃত্যুর এতো বছর পরেও তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। প্রিয় নায়কের রহস্যঘেরা মৃত্যু আজও মানুষকে ভাবনার দ্বন্দ্বে ফেলে দেয়। অবশেষে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার মৃত্যুর রহস্য উদঘাটন করেছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমণ্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন পিবিআইয়ের মহাপরিচালক ডিআইজি বনজ কুমার মজুমদার।
স্ত্রী সামিরা এবং চিত্রনায়িকা শাবনূর দুইজনকেই প্রচণ্ড ভালোবাসতেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এ কারণে শাবনূরকেও বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন সালমান। কিন্তু সামিরা তাতে রাজি হননি। এমন সব তথ্য উঠে এসেছে পুলিল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআইর) তদন্ত প্রতিবেদনে।
মনোজ কুমার মজুমদার বলেন, পিবিআইয়ের তদন্তে সালমান শাহকে হত্যার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।
দীর্ঘ তদন্তের বিষয়ে পিবিআইপ্রধান বলেন, ২০১৬ সালে পিবিআই তদন্ত শুরু করে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবার জবানবন্দি গ্রহণ করতে বেশি সময় লেগেছে। ১৬৪ ধারায় ১০ জনের জবানবন্দি নিয়েছে পিবিআই। সালমানের তৎকালীন স্ত্রী সামিরাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া রয়েছে আরও কয়েকজনের সাক্ষ্য। নতুন করে আলামত হিসেবে একটি ফ্যান জব্দ করা হয়েছে। ধারণা করা হয়, ওই ফ্যানে ঝুলেই আত্মহত্যা করেছিলেন সালমান।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস-গ্লামার ও পারসোনালিটির কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন। যার অধিকাংশই সুপারহিট। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্র অঙ্গনে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকা শাবনূর। এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে, যে কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন। একপর্যায়ে শাবনূরের সঙ্গে বিবাহিত সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। এর পর কলহ দেখা দেয় সালমানের পরিবারে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যু হয়। সেই থেকে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছিল। হত্যা নাকি আত্মহত্যা? অবশেষে পিবিআই জানাল, আত্মহত্যা করেছিলেন সালমান।
নাগরিক বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। গোপনে বাউন্ডুলের সঙ্গে ভালোবেসে বিয়ে সেরেছেন তিনি। এরপর প্রভাকে ত্যাজ্য করেছেন তার বাবা।
তবে প্রভার সঙ্গে এসব ঘটনা বাস্তবে ঘটেনি, ঘটেছে নাটকে। ‘পরের মেয়ে’ নামের একটি ধারাবাহিকে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে প্রভার স্বামী হিসেবে দেখা যাবে ইন্তেখাব দিনারকে।
‘পরের মেয়ে’ ধারাবাহিকটি রোববার (১৯ জানুয়ারি) এনটিভিতে প্রচার হবে। আরও জানা গেছে, এটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। এতে ইন্তেখাব দিনার ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন দিলারা জামান,গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমুখ।
নাগরিক বিনোদন : প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস যৌন হেনস্থার শিকার হয়েছেন। আর এ ঘটনা ঘটেছে ভরা মঞ্চে। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এক নারী ভক্তের বিরুদ্ধে।
এমনই একটি ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাতদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালীন মঞ্চের কোনায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিন জন। তথ্য ও ছবি মানবজমিন।
নাগরিক বিনোদন : বলিউডের অন্যতম অভিনেত্রী কারিশমা কাপুর, নিজের রূপ ও অসাধারণ স্টাইলের জন্য আজও তার ভক্তদের মন এক মুহূর্তেই জয় করে নিতে পারেন। রুপালি পর্দায় আসার পর থেকে তিনি অনেক ভালো সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু আজকাল তিনি অভিনয় জগৎ থেকে বেশ খানিকটা দূরেই নিজের জীবন অতিবাহিত করছেন। (অনলাইন)।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় কারিশমা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের একটা ছবি শেয়ার করেছেন। এই ছবিতে অভিনেত্রীকে মজা করে ঝিলে গোসল করতে দেখা যাচ্ছে। এ সময় অভিনেত্রী উদয়পুরে ছুটি কাটাচ্ছেন। তার ভক্তদের তার এই ছবি খুবই পছন্দ হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে এ ছবি ভাইরাল হওয়ার পর শুধু তার ভক্তরাই নয়, প্রচুর সেলিব্রেটিরাও তার এই ছবির প্রশংসা করেছেন ও বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিনেত্রী মালাইকা অরোরা কারিশমার এ ছবি সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে ‘খুব সুন্দর’ কথাটা লিখেছেন। নিজের এই ফটো শেয়ার করে কারিশমা নিজে লিখেছেন, ‘এই ধরনের সন্ধ্যা’।
প্রসঙ্গত, কারিশমা বলিউডের কয়েকজন সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার অভিনীত সিনেমাগুলো আজও তার ভক্তদের মনে ঘর করে আছে। কিছুদিন আগে কারিশমাকে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’তে জজ হিসাবে দেখা গেছে।
এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। অন্যদিকে তার বোন কারিনা কাপুর সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়।
নাগরিক ডেস্ক: ধর্মঘটের মাঝে ঘটা করে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেন সাকিব আল হাসান। দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে এই চুক্তি বিসিবির নিয়মবহির্ভূত বলে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি’র চুক্তি অনুসারে, একজন জাতীয় দলের খেলোয়াড় কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবেন না। আজ দেশের এক দৈনিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘ সে(সাকিব) কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারেনা। এবং কেন পারেনা তা আমাদের চুক্তিপত্রে লেখা আছে।’ মূলত এর আগে এমন চুক্তির ফলে বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিসিবি প্রধান সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘রবি(টেলিকম কোম্পানি) আমাদের টাইটেল স্পন্সর ছিল। এর মাঝে গ্রামীণফোন বিড না করে কয়েকজন খেলোয়াড়কে বাগিয়ে নেয় তাও মাত্র এক বা দুই কোটি টাকার বিনিময়ে। এতে কি হলো? তিন বছরে বোর্ড ৯০ কোটি টাকা হারালো। কয়েকজন খেলোয়াড়ের লাভের জন্য বোর্ড ভুগবে তা হতে পারেনা।