নাগরিক ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে সিজদা রত অবস্থায় ইমাম আইয়ুব আলী (৭০) মৃত্যু হয়েছে । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন।
ঈদুল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের ইমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন। তখনই তার মৃত্যু হয়। আইয়ুব আলী উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও এলাকার প্রবীন সমাজসেবক ছিলেন।
নাগরিক প্রতিবেদক: করোনায় সন্দেহে নওগাঁর ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।শনিবার বিকেলে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান স্থানীয় সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করে।
সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান জানান, নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫ জন সন্দেহভাজন করোনাভাইরাস রোগীর নমুনা (সোয়াপ) সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নওগাঁ জেলায় এখন পর্যন্ত ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাণীনগরে দুইজন, আত্রাই উপজেলায় দুইজন, মান্দায় একজন, সাপাহারে একজন, মহাদেবপুরে একজন, পোরশায় একজন, পত্নীতলায় দুইজন, নিয়ামতপুরে দুইজন, ধামুরহাটে দুইজন, বদলগাছিতে একজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই ১৫ জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জানা যাবে।
নওগাঁ সদর উপজেলার কোনো রোগীর নমুনা সংগ্রহ এখনও করা হয়নি। রোববার থেকে নওগাঁ সদর উপজেলাসহ সকল উপজলার সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পাঠানো হবে বলে তিনি জানান।
নাগরিক প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় মামলা বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় সাড়ে ৫ মে: টন ( ১৩৮ বস্তা) সরকারি ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
রাণীনগর উপেজলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদী হয়ে একমাত্র আয়াত আলী আসামী করে রাণীনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ ( সাড়ে ৫ হাজার কেজি) সরকারি ত্রাণের চাল ভিজিটি ও খাদ্য বন্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো আল মামুন অভিযান চালিয়ে, ওই চাল উদ্ধারের পর স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের জিম্মায় রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নাগরিক প্রতিবেদক : গতকাল সোমবার পর্যন্ত রাজশাহীতে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ২১০ জন। এর মধ্যে ২৪ ঘন্টায় ৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। অপর দিকে বড় ধরনের বিপর্যয় এড়াতে রাজশাহীর মেসগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরো ৮৩ জনকে। একই সময় ছাড়া পেয়েছেন ২১ জন। বর্তমানে ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
এদিকে, সোমবার দুপুরেই রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাজশাহীর সকল মেস লকডাউন ঘোষণা করেন।তিনি বলেন, রাজশাহীতে ১৫০টি মেস রয়েছে। প্রশাসনের পরামর্শে মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজশাহীর সব মেস লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের সর্বক্ষনিক যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে রাজশাহীতে পাঠানো তালিকা অনুযায়ী গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত রাজশাহীতে বিদেশ ফেরত এক হাজার ৩শ’৮ জন। এর মধ্যে মহানগর পুলিশের ১২ থানা এলাকায় রয়েছেন ৮শ’১০। যার মধ্যে শুধু বোয়ালিয়া থানা এলাকায় রয়েছেন ৪০৮ জন।
নাগরিক প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন নাহালা ফিলিং স্টেশনের পাশে আম বাগানে অভিযান পরিচালনা করে ১৫ মামলার আসামি বোমা বাবুকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়ার মো. আফসার আলীর ছেলে মো. বাবু ওরফে জনি ওরফে বোমা বাবু (৩৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহারাজপুর এলাকার একটি আম বাগানে মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নির্দেশনায় ও অপারেশন ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই আম বাগানে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ বাবুকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র, বিস্ফোরোক, মাদক, সরকারি কাজে বাধাসহ ১৫ টি মামলা আছে গ্রেপ্তারকৃত বাবুর। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে বিদেশ ফেরত ৯১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, তিন দিনে ৯১ জনকে ‘হোম কোয়ারিন্টিনে’ রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জন ভারতীয়। বাকি ৭৫ জন বাংলাদেশি। যাদের বেশিরভাগ ভারত থেকে ফিরেছেন। তবে কয়েকজন আছেন যারা সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। বাড়তি সতর্কতা হিসেবে তাদের ‘হোম কোয়ারিন্টিনে’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
নাগরিক ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে কেয়া খাতুন (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১৬ দিন পর শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ত্রিলোচনপুর-দাদপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করে। কেয়া স্থানীয় বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং ত্রিলোচনপুর গ্রামের ছানাউল হকের মেয়ে।
নিহত কেয়ার দাদা মোশাররফ মন্ডল জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুজি করে, না পেয়ে ১ মার্চ কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করে তার পরিবার। নিহত কেয়ার দাদা আরো জানায়, চার মাস আগে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনসুর আলী মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে কেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে কেয়া বাড়িতেই ছিল। নিখোঁজের কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে তাকে শশুর বাড়ি তুলে দেওয়ার কথা ছিল।
শুক্রবার সকালে ত্রিলোচনপুর-দাদপুর গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে একটি কলা বাগানে চুলের ব্যান্ডসহ অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এরপর পোশাক-পরিচ্ছদ দেখে সনাক্ত করে কেয়ার পরিবার।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, ওই মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়। জিডির পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজিম নামের একজনকে থানায় নিয়ে আসে। পরে অভিযুক্ত পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাস্তার পাশের একটি কলা ক্ষেত থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের হাড় গুলো আলাদা হয়ে গেছে। যে কারণে চেনার কোন উপায় নেই। তবে পরিবারের লোকজন পোশাক দেখে দাবি করছে এটা নিখোজ কেয়ার মরদেহ। কি কারণে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান এই পুলিশ র্কতা।
নাগরিক ডেস্ক: মেডিকেলে ভর্তি হওয়া প্রবল প্রসববেদনায় ছটফটরত এক প্রসূতি মায়ের সন্তান জন্ম হলো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের উপর। সন্তান জন্মের সময় সহযোগিতা না করে উল্টো ক্লিনিকে নিয়ে সিজার করার জন্য চাপ দেয়ার অভিযোগ উঠেছে নার্সদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ( ১২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এ ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখে দায়ী নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সচেতন মহলের দাবী।
জানা গেছে, উপজেলার পুর্ব বিছনদই এলাকার দিনমজুর রুহুল আমিনের গর্ভবতী মেয়ে মনিফা বেগমের (২২) বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রসববেদননা শুরু হয়। পরে রাত ১০টার দিকে ভ্যানযোগে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান মনিফার ছোট ভাই রাকিব (১৫)। যার ভর্তি রেজি নং ৩৩৫৬/৫০ ও ওয়ার্ডে ভর্তি রেজি-১৪২৩। কিন্তু মেডিকেলে ভর্তির পর থেকে গর্ভবতী মনিফাকে কোন নার্স বা আয়া সহযোগীতা না করে উল্টো তাকে ক্লিনিকে গিয়ে সিজারের জন্য ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স তাহমিনা ও রঞ্জিলা বেগম চাপ দেয় দেয় বলে জানা যায়। সিজার করার সামর্থ না থাকায় মেডিকেলেই বাচ্চা প্রসবের চেষ্টা করার জন্য নার্সদের কাছে কান্নাকাটি করে অনেক অনুরোধ করলেও তাদের মন গলেনি। নিরুপায় হয়ে রাকিব তার বোনকে নিয়ে মেডিকেলের নিচে নেমে কারও সহযোগিতা পাবার আশায় এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। অনেক হয়রানি হবার পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এক মহিলার সহযোগিতায় ভ্যানের উপরেই মনিফার একটা ফুটফুটে ছেলে বাচ্চা হয়। বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। সরকারি মেডিকেলের নার্স ও ডাক্তারের কার্যকলাপ নিয়ে এলাকাজুড়ে ইতিমতো সমালোচনার ঝড় উঠে। সরকারি মেডিকেলে ভর্তিরত প্রসববেদনায় কাতর একজন প্রসূতি মায়ের সন্তান কিভাবে মেডিকেলের সামনে ভ্যানের উপরে প্রসব হয় এ নিয়ে প্রশ্ন এখন লালমনিরহাট জেলার সবার মুখে।
এ বিষয়ে কথা হলে অপর সিনিয়র স্টাফ নার্স রঞ্জিলা বেগম জানান, আমি ঐ সময় অনডিউটে বাসায় ছিলাম। সিনিয়র নার্স তাহমিনা বেগমের ফোন পেয়ে মেডিকেলে এসে দেখি, প্রসূতি মনিফা বেগমের জরায়ুর মুখ খোলা ছিলো কিন্তু তার গর্ভে বাচ্চাটি উল্টো দিকে থাকায় তার একটি পা জরায়ুর বাহিরে বের হয়, ফলে আমরা তার বাচ্চাপ্রসবে ঝুকি নিতে চাইনি। তবে ঐ মহিলাকে ক্লিনিকে সিজার করার জন্য চাপ দেয়ার কথা অস্বীকার করেন তিনি।
নাগরিক প্রতিবেদক, সাপাহার:নওগাঁ জেলার সাপাহারে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থী আজমীর হোসেন (১৭) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একটা রুম ফাঁকা পেয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারনা করছেন সহকর্মীরা। আত্মহত্যাকারী শিক্ষার্থী উপজেলার বাবুপুর গ্রামের মনছুর আলীর ছেলে বলে জানা গেছে এবং সে সাপাহার সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
সহকর্মীগণ জানিয়েছেন, সন্ধ্যায় সদরের মধু প্রভাষকের ছাত্রাবাসের তার রুমে রুমমেট না থাকায় সে তার রুম মেটের অজান্তে ঘরের দরজা বন্ধ করে রাখে। সহকর্মীগন দীর্ঘসময় ডাকা ডাকি করে রুম থেকে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ফেলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় কলেজ ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এর পর তার রুমের দরজা ভেঙ্গে মেট ঘরের দরজা বন্ধ দেখে একপর্যায়ে দরজা ভেঙ্গে ফেলে। সে সময় ওই ছাত্রের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সহকর্মীগন চিৎকার শুরু করে। সংবাদ পেয়ে তাৎক্ষনিক সাপাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত্যু ঝুলন্ত অবস্থায় ছাত্রের লাশটি নামিয়ে থানা হেফাজতে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ ছাত্রের মৃত্যুর কোন রহস্য জানা যায়নি তবে তার হাতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে এস লেখা ছিলো। এতে অনেকেই সন্দেহ করছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থ্যল পরিদর্শন করেছেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার। এ বিষয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে।
নাগরিক ডেস্ক: নওগাঁ সদর হাসপাতালে মেহেদী হাসান (২৭) নামে এক যুবককে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেদির বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলা পাড়া গ্রামের। তার পিতার নাম আব্দুল খালেক। মেহেদী সিঙ্গাপুর প্রবাসী।
জানা গেছ, গত শনিবার সিঙ্গাপুর থেকে মেহেদী হাসান দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এতে পরিবারের সদস্যদের মাঝে সন্দেহ দেখা দিলে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনির আলী আকন্দ বলেন, সিঙ্গাপুর প্রবাসী মেহেদী হাসান জ্বরে আক্রান্ত হলে সন্দেহজনকভাবে হাসপাতালে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কি-না সেটি এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। (তথ্য সূত্র: অনলাইন)