রোববার (২৬-০৪-২০) প্রথম পর্যায়ে নগরীর খড়খড়ী, ললিতাহার এলাকার বিপদগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবার গুলোর মাঝে চাল, আটা, আলু, ডিম বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) ও যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান মনি, মোঃ আফাজ উদ্দিন সরকার। উদ্বোধনকালে ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) বলেন, বর্তমান করোনা কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি মুরগী খামারীরাও ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ। সেদিকটি লক্ষ্য করে তাদের সহযোগীতার উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পুরণের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সাথে ডিমও বিতরণ করা হয়। তিনি বিত্তবানদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্নবান জানান।
এসময় ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শবনম মোস্তারী, শামীমা আক্তার, মাসুদা চৌধুরী, আছের আলী আকাশ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহীন আলম, কবির হোসেন, মখলেসুর রহমান, মিজানুর রহমান, মাহবুব আলম প্রমূখ।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজবের পুত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরপরই তার বাড়ী লকডাউন করা হয়। রোববার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ আসে।
তথ্যমতে, কাউন্সিলর আজবের ছোট ছেলে নিয়মিত ওয়ার্ড কার্যালয়ে কম্পিটারে অফিসের বিভিন্ন কাজকর্ম করতেন। করোনা পরীক্ষার জন্য সিটি করপোরেশন থেকে নমুনা সংগ্রহ শুরু হলে তিনি নমুনা দেন পরীক্ষার করার জন্য। পরীক্ষার পর তার করোনা পজেটিভ এসেছে। এদিকে তার করোনা পজেটিভ হওয়ার কারণে এলাকায় ব্যপক ভাবে ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্খানীয়রা জানান।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী নগরীতে করোনায় অর্থিকভাবে বিপদগ্রস্থ ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ স্মল এন্ড মিডিয়াম ইন্টারপ্রেনিয়র ফোরাম (c) রাজশাহী জেলা। এসময় সংগঠনটির সেচ্ছাসেবকরা ভ‚ক্তভোগীদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
নাগরিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এদেশে বাংলাদেশির প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। নতুনভাবে মৃতদের মধ্যে এক নারী রয়েছেন। এছাড়াও নতুন মৃত সাতজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেশ কয়েকদিন যাবৎ তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশ্য, সবাই নিউইয়র্কের বাসিন্দা কি না এ বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। তবে নতুন নিহতদের একজন মনিরুল হুদার বাড়ি রাজশাহীর সাগরপাড়া এলাকায় এবং আমিন উল্লাহ মোল্লা নোয়াখালির বাসিন্দা। তারা দুইজনই নিউইয়র্কে ব্যবসা করতেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২২ মিনিটে মনিরুল হুদা মারা যান। তিনি নিউইয়র্ক এস্টোরিয়া ৩৬ এভিনিউ এলাকায় বসবাস করতেন এবং সকলের সুপরিচিতি ছিলেন।
বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জনই নিউইয়র্কের বাসিন্দা। তাদের সবার জানাজা শেষে দাফনের দায়িত্ব পালন করছে সংস্থাটি।
মহামারি করোনাভাইরাসে এখন ভয়াবহ বিপর্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৩২১ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৪০২ জনে। শুধু নিউইয়র্কে মারা গেছেন তিন হাজার ২১৮ জন। সূত্র : অনলাইন
নাগরিক প্রতিবেদক: চড়া দামে চাল বিক্রি করায় রাজশাহীতে দুই ব্যবসায়ীকে অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল সোমবার দুপুরে নগরীর হড়গ্রাম বাজার ও মোল্লাপাড়া এলাকার একটি চালকলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম আবু আসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক আবু আসলাম জানান, নগরীর হড়গ্রাম বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে-এ অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পরে চালের পাইকার আবুল হোসেনের খোঁজে মোল্লাপাড়ায় মেসার্স আব্দুস সালাম ট্রেডার্স নামে একটি মিলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। মিলে আদালত আবুল হোসেন কে ৫০হাজার টাকা জরিমানা এবং তাকে প্রশ্রয় দেয়ার অভিযোগে মিল মালিক আব্দুস সালামকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রীদের উত্যক্তকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন। শুক্রবার সকালে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থী। মামলা নং- ১৮।
শনিবার বিকেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী ওই ছাত্রীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনও কাজে মনযোগ দিতে পারছি না।
স্থানীয় সুত্রে জানা যায়, যে ডিঙ্গাডোবা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা ডান পা পড়ে ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে পথচারীরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পা উদ্ধার করে নিয়ে যায়।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, কেউ কাটা পা এনে এখানে ফেলে গিয়েছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এটি কার পা বা কারা ফেলে গেছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নাগরিক প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী সাহেদ। এ সময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক কবীর তুহিন, সদস্য তানজিমুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল আজকের খেলায় `দি ফাইটার' দলকে হারিয়ে
`ডায়নামিক কিংসের’ দল বিজয়ী হয়েছে। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ডায়নামিক কিংস এর খেলোয়াড় আজম খান।
নাগরিক প্রতিবেদক: সংবর্ধনা অনুষ্ঠানে ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়ে গেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গনে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও রাসিক মেয়রকে সংবর্ধনার সময় এ ঘটনা ঘটে। পরে পাশে থাকা দলীয় কর্মীরা তাকে উদ্ধার করেন। এতে মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের নেতারা জানায়, রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে একনেকে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও রাসিক মেয়রকে সংবর্ধনার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। মেয়র লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মঞ্চে উঠতে থাকলে এক পর্যায়ে মঞ্চটি ভেঙে পড়ে। এসময় মেয়র লিটন পড়ে যেতে লাগলে দলীয় কর্মীরা তাকে উদ্ধার করেন। মঞ্চটি তৈরী করাও হয়েছে দুর্বলভাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে উঠলে তা ভেঙে যায়। এসময় মেয়রও পড়ে যেতে লাগলে কর্মীরা তাকে উদ্ধার করেন। মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন। পরে মঞ্চের নিচে দাড়িয়ে তিনি নেতাকর্মীকের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহন করেন।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পু র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু , দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, সময় সংবাদের সিনিয়র রিপোর্টার সাইফুর রহমান রকি, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী বাগমারার তাহেরপুর পৌরসভা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আ’লীগের দু- গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়। এসময় হাবিবুর রহমান পাপ্পু ছবি তুলতে গেলে তার উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
নাগরিক প্রতিবেদক: জাতীয় দৈনিক “আমার সংবাদ” পত্রিকা স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার থাকবে এ আশাবাদ ব্যক্ত করে আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকার কারণেই বিভিন্ন গণমাধ্যম প্রকাশনার সংখ্যা বেড়েই চলেছে। গণমাধ্যম গুলো মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যপারেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখছে। আর এ ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য স্থানীয় গণকর্মীদের সততা ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিবেদিত হয়ে কাজ করার আহŸার জানান।
গতকাল সোমবার রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় অতিথিবৃন্দ এসব কথা বলেন। রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরাম সভাপতি শাজাহান আলী বরজাহান, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধনিক প্রফেসর রুহুল আমিন প্রামানিক, প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক রাজশাহী আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, দৈনিক উপচার পত্রিকার নির্বাহী সম্পাদক নূরে ইসলাম মিলন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার কামরুজ্জামান বাদশা, দৈনিক ভোরের ডাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি শাহ জামাল, দৈনিক নতুন প্রভাত পত্রিকার চীফ রিপোর্টার ওমর ফারুক, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার চীফ রিপোর্টার হাবিব আহমেদ, ইংরেজী দৈনিক এশিয়ান এজ এর রাজশাহী প্রতিনিধি সাকিব আল হাসান, অনলাইন নিউজ পোর্টাল নাগরিক সময় এর ষ্টাফ রিপোর্টার মেহজাবিন জান্নাত, রাজশাহী ফটো জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাবি প্রেসক্লাব সভাপতি সালমান শাকিল ও সেক্রেটারী বেলাল হোসাইন, শিক্ষা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ইব্রাহীম হোসেনসহ নগরীতে কর্মরত বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পত্রিকার ব্যুরো চীফ মহিব্বুল আরেফিন দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পত্রিকাটি সংবাদ প্রকাশে ‘নতুনত্ব’ এবং গত সাত বছর ধরে সাধারন মানুষের মুখপত্র হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসীকতার পরিচয় দিয়ে আসছে। যার ধারাবাহিকতায় পত্রিকাটি আজ দেশের ১০তম পত্রিকা হিসেবে তালিকা ভূক্ত হতে পেরেছে।
পাশাপাশি স্বাধীনতা ও দেশের উন্নয়নে পত্রিকাটি সার্বিক ভাবে তার স্থান থেকে কাজ করে যাচ্ছে। এসময় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জনাব আলী, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ড. সাদিকুল ইসলাম, ফটোগ্রাফার সৌরভ হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির ৭ম বর্ষ উদযাপন করা হয়।