নাগরিক ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনার ‘পল্লী নিবাস’ লকডাউন ঘোষণা করা হয়েছে। তার ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।
মঙ্গলবার (২৬ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদ এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারী আফজাল হোসেন। তিনি জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস লকডাউন করেছে। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদসহ স্টাফদের ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
আফজাল হোসেন আরও জানান, এর আগে গত শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি শিবলুর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এইa মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি : সোমবার ঈদের দিন পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। পরে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় । মৃত সামিয়ারার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। দুপুরে আইনী প্রক্রিয়া শেষে লাশ তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, সকাল ৭টার দিকে কনস্টেবল সামিয়ারাকে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার করোনাভাইরাসে আক্রান্তের জোরালো কোন উপসর্গ তার মধ্যে ছিল না। তার পরও সামিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পরামর্শ দেয়া হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
হানিফ খন্দকার :
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত দেশব্যাপী পরিচালিত বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন ‘‘বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম” এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬’ মে) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন টুটুল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন সারা দেশে পরিচালিত ৩,৫০০টি প্রতিষ্ঠানে ৫০ হাজারের অধিক প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী (৭০% টিচিং ও ৩০% অফিস স্টাফ) স্বল্প বেতন-ভাতায় কর্মরত আছেন। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানগুলো বিগত ১৮ মার্চ ২০২০ থেকে বন্ধ থাকায় তাঁরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন। সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রশিক্ষক-কার্মচারীর বেতন-ভাতা, প্রতিষ্ঠানের ভাড়া, ইউটিলিটি ব্যয় (পানি, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি) বাবদ আমাদের প্রতি মাসে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয় হয়। বর্তমানে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় উদ্যোক্তাগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানগুলো যদি ৫ মাস বন্ধ থাকে, তাহলে ক্ষতির অংক দাঁড়াবে ৫২৫ কোটি টাকা। এ বিপুল পরিমান ব্যয় নির্বাহ করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। দেশে বিপুল সংখ্যক জনগোষ্টীকে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রযাত্রা অব্যহত রাখতে ৩৫০০টি বেসিক ট্রেড প্রতিষ্ঠানের অনূকুলে নূন্যতম ৫২৫ কোটি টাকা প্রণোদনার প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রীর নিকট বিণীত আবেদন জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য কাজী মিজানুর রহমান জুয়েল, সৌহার্দ বসাক সুমন, টুটন কুমার সরকার, কৌশিক আহম্মেদ শাকিল, আতাউর রহমান জনি, জয়ন্ত কুমার জয় প্রমুখ।
বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে স্বল্প প্রশিক্ষণ ফি’র মাধ্যমে বিভিন্ন ট্রেডে কারিগরিসহ আইসিটিতে প্রশিক্ষণ প্রদান, ফ্রিলান্সার তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি শাররীক প্রতিবন্ধী, ক্ষুদ্র ও নৃ-গোষ্টি, হিজড়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাসহ সমাজের সুবিধা বঞ্চিত বেকার যুবক-যুবতীদের বিনা খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
নাগরিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল নববর্ষের ছুটি এই ছুটির সঙ্গে যুক্ত হবে।
শনিবার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে ছুটি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে’।
করোনার কারণে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবারও বাড়ানো হলো।
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ ও ১ এপ্রিল প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করেছে। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এ ছুটির সঙ্গে যুক্ত থাকবে।
জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।
প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যাক্রমে চালু করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নাগরিক প্রতিবেদক: করোনায় সন্দেহে নওগাঁর ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।শনিবার বিকেলে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান স্থানীয় সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করে।
সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান জানান, নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫ জন সন্দেহভাজন করোনাভাইরাস রোগীর নমুনা (সোয়াপ) সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নওগাঁ জেলায় এখন পর্যন্ত ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাণীনগরে দুইজন, আত্রাই উপজেলায় দুইজন, মান্দায় একজন, সাপাহারে একজন, মহাদেবপুরে একজন, পোরশায় একজন, পত্নীতলায় দুইজন, নিয়ামতপুরে দুইজন, ধামুরহাটে দুইজন, বদলগাছিতে একজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই ১৫ জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জানা যাবে।
নওগাঁ সদর উপজেলার কোনো রোগীর নমুনা সংগ্রহ এখনও করা হয়নি। রোববার থেকে নওগাঁ সদর উপজেলাসহ সকল উপজলার সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে তা পাঠানো হবে বলে তিনি জানান।
নাগরিক ডেস্ক:করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সেনাবাহিনী প্রশাসনকে সহায়তায় নিয়োজিত হবে। জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে তারা জেলা ও বিভাগীয় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে।সোমবার (২৩ মার্চ) বিকেলে করোনা নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ব্রিফিংয়ে উপস্থিত আছেন।
নাগরিক ডেস্ক: ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে মৈত্রী এক্সপ্রেস চলাচলে দুই দেশের সাথে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তা কালীকান্ত ঘোষ এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। ভারত-বাংলাদেশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে উপ মার্কেটিং পরিচালক কালীকান্ত ঘোষ জানিয়েছিলেন, ভারতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ট্রেন বন্ধ হবে না। তিনি আরো বলেছিলেন, যখন বাতিলের সিদ্ধান্ত হবে তখন টিকিট জমা দিলেই যাত্রীরা টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন। এ ব্যাপারে যাত্রীদের ভুল বুঝাবুঝি না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন তিনি।
এর আগে, শুক্রবার সকালে নির্ধারিত সময়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েন টিকেট নেয়া যাত্রীরা। এসময় টাকা ফেরত না পেয়ে বাকবিতণ্ডাতে জড়ান তারা। করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে আগামী এক মাসের জন্য দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়।
নাগরিক ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিমধ্যে নিয়েছে নানা পদক্ষেপ। দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সতর্ক করা হয়েছে সকলকে। তবে এবার শুধু সতর্ক নয়, নির্দেশনা না মেনে চললে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিদেশ থেকে ফিরে আসা সবাইকেই ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না। আমরা অনুরোধ করেছি এতদিন। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা শক্ত পদক্ষেপে যেতে চাই না।’
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনায় আক্রান্তের পর যে দুই জন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে আছেন। সেজন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বাকি আরেকজনের রিপোর্ট এখনও পজিটিভ আসেনি।
আইইডিসিআর পরিচালক বলেন, ‘চীনের পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে। কিন্তু চীনের বাইরে বেশ কিছু দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ছোটদের বা যাদের বয়স কম তাদের মৃত্যুর হার কম। বৃদ্ধদের মৃত্যুর হার বেশি।’ তিনি বয়স্ক বা দীর্ঘমেয়াদে অসুস্থতায় যারা ভুগছেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের জানাচ্ছি, সৌদি আরবে যাওয়ার জন্য কোনও স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। সৌদি দূতাবাস জানিয়েছে, যারা সৌদি আরবে যাবেন তারা যেন সরাসরি ফ্লাইটে যান। ট্রান্সজিট আছে এমন ফ্লাইটে না যান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়াবে। তাই আমাদের যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৮৭ জনের। তবে নতুন করে কারও শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়নি, নতুন করে কোনও রোগী নেই।
নাগরিক ডেস্ক: বিদ্যালয় একটি, প্রধান শিক্ষক দুজন, একজন ভারপ্রাপ্ত, আরেকজন বরখাস্তকৃত। ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত সুপ্রীম কোর্টের মামলার রায় বা বরখাস্ত আদেশ প্রত্যাহার না পেতেই বরখাস্তকৃত প্রধান শিক্ষক দাপট ও ভূল ব্যাখায় বিভ্রান্ত ছড়িয়ে কোণঠাসা করছে প্রশাসনকে। এমন অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুরের দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে। তাছাড়া উচ্চ আদালতে মামলা চলমান থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগ ছড়ানোর অপচেষ্টায় রয়েছে প্রতিপক্ষ।
জানা যায়, মহান মুক্তিযুদ্ধের দলিলসমূহ শিক্ষার্থীদের জানার সুযোগ বঞ্চিত করা, বিনামুল্যের বই বিক্রয় করা, মুভমেন্ট রেজিষ্ট্রার ব্যবহার না করা, বিদ্যালয়ে প্রকাশ্যে ধুমপান এবং অভিভাবক ও ম্যানেজিং কমিটির সাথে অসৌজন্যমুলক আচরণ এবং বিদ্যালয়ের আয়-ব্যায়ের হিসাব না দেয়ার অভিযোগে অভিযুক্ত হয় শেরপুরের দোয়ালসাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তমতে গত ১৫/০৪/১৯ তারিখে স্থায়ী বরখাস্ত হয় ওই প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী।
এর প্রেক্ষিতে চাকুরী ফিরে পেতে এবং ম্যানেজিং কমিটির সভাপতি’র রাশেদুল ইসলাম রাজুর বিরুদ্ধে উল্টো অনৈতিক অভিযোগ এনে বগুড়ার এডিসি (শিক্ষা) তদন্ত করে শিক্ষা বোর্ডর কাছে এর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। একতরফা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সভাপতি পুনঃতদন্তের জন্য আবেদন করলেও তা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমলে নেয়নি বলে অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের সভাপতি। উল্টো পক্ষপাতিত্বের তদন্তের সাপেক্ষেই শিক্ষা বোর্ড এই প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালা অনুসরন না করেই সভাপতির পদ বাতিলের আদেশ দেয়। এর প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাজু উচ্চ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত ওই শিক্ষকের চাকুরীর বিষয়টিতে কোন আদেশ না দিয়ে সভাপতির পদে রাজুকে পূর্ণবহালের আদেশ দেয়। এ আদেশ বাতিলের জন্য ওই বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী হাইকোর্টে রিট করলে বিজ্ঞ আদালত ওই সভাপতি’র বিরুদ্ধে ১লাখ টাকা জরিমানা ধার্য করলেও পরবর্তীতে সভাপতি’র আপিল আবেদনে গত ১২ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করে এবং দায়েরকৃত চলমান মামলা পরবর্তীতে শুনানির জন্য নির্দেশ দেয়।
এদিকে ওই বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী উচ্চ আদালতে মামলা চলমান ও পূর্ণাঙ্গ রায় না পেয়েই এমনকি তার বিরুদ্ধে বরখাস্ত আদেশ প্রত্যাহার না পেতেই সকল তথ্য গোপন করে স্থানীয় প্রশাসনকে অপব্যাখ্যা দিয়ে দাপটের সাথে বিভিন্ন অনৈতিক কর্মকা- করে যাচ্ছেন। এছাড়াও সভাপতির প্রত্যায়ন ছাড়াই চলতি বছরের অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার উত্তরপত্র(খাতা) সা: বিজ্ঞান(১২৭) এ প্রধান পরীক্ষক(কোর্ড ১৪৫২) হিসেবে অদ্যাবধি বহাল তবিয়তে রয়েছেন। শুধু তাই নয়, একই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকা সত্বেও ওই বরখাস্তকৃত শিক্ষক নুর মোহাম্মদ আলী স্থানীয় প্রশাসনকে ভূল বুঝিয়ে প্রত্যায়ন নিয়ে গত ৭ মার্চ থেকে শুরু হওয়া রাজশাহীতে আইসিটি ট্রেনিংএ অংশগ্রহণ করেছে স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। তাছাড়া ওই বরখাস্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী তার নিজের বরখাস্ত আদেশ প্রত্যাহার না পেয়েই আদালতে মামলা চলমান থাকাও সত্বেও অনৈতিক দাপট ও ভূল ব্যাখায় বিভ্রান্ত ছড়িয়ে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আসছে।
এ বিষয়ে বরখাস্তকৃত ওই প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি রাজশাহীতে বিদ্যালয় প্রধানদের আইসিটি ট্রেনিংএ রয়েছি এবং সাক্ষাতে বিস্তারিত বলবো বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে দোয়ালসাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাইকোর্টের চলমান মামলায় গত ১২ ফেব্রুয়ারি অর্থনৈতিক সংক্রান্ত একটি আদেশ হয়েছে, তবে মামলাটি পুন শুনানীর জন্য মহামান্য আদালত ৮ সপ্তাহের সময় দিয়েছেন। এক্ষেত্রে সভাপতির পদ বাতিল হয়েছে মর্মে ওই অর্ডারের কোথাও লেখা নাই, এটা বিভ্রান্ত মূলক অপব্যাখ্যা বলে এমনটাই মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট থেকে প্রাপ্ত ওই বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নামের তালিকা দেখে প্রত্যায়ন দেয়া হয়েছে। এ নিয়ে ওই শিক্ষক অন্যকোন অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারবেনা। তাছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে বির্তকের ব্যাপারে প্রশ্নে, শিক্ষা বোর্ড থেকে কোন নির্দেশনা বা কাগজ পাননি বলেও তিনি জানান।
নাগরিক ডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জনস্বাস্থ্য ও জনগণের সুবিধার বিষয়টি মাথায় রেখে মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। পরে ক্ষুদ্র পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে জনসমাগম এড়িয়ে বছরব্যাপী উদযাপন করা হবে মুজিববর্ষ।
আজ সোমবার জাতীয় কমিটির সভা আছে, সেখানে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।গতকাল বিকালে বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করার কথা আইইডিসিআর জানানোর পর রাতে বৈঠকে বসে জাতীয় কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মুজিববর্ষ উদ্বোধনের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিদেশি অতিথিদেরও যোগ দেওয়ার কথা ছিল।বিদেশি অতিথিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল আবদুল নাসের বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। কিন্তু তারা আপাতত আসবেন না। পরে বিদেশি অেিতথিদের ডাকা হবে। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জনসমাগম পরিহার করার কথা বলা হয়েছে। কোনো অনুষ্ঠান স্থগিত রাখা হয়নি। কর্মসূচি যেভাবে সাজানো হয়েছিল সেটা পুনর্বিন্যাস করা হবে। প্যারেড স্কয়ারে জনসমাগমের যে অনুষ্ঠানটি সেটাকে পুনর্বিন্যাস করে পরবর্তীতে করা হবে। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন, টুঙ্গীপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হবে। এদিন জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি সারা বাংলাদেশের দোয়া মাহফিল এবং শ্রদ্ধাজ্ঞাপন সেটাও থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে তিন জনের আক্রান্তের বিষয়টি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, এটা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন। আগামী ১৭ মার্চ মুজিববর্ষের কর্মসূচি স্থগিত করার প্রস্তাব দেন তারা।এই প্রস্তাব পাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, দেশ ও জনস্বার্থে আগামী ১৭ মার্চ মুজিববর্ষের প্যারেড গ্রাউন্ডের মুল অনুষ্ঠান স্থগিত করতে হবে। প্রসঙ্গত, মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছিল প্রায় দুইমাস আগে। এগিয়ে এসেছে সেই দিনটি, আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে মুজিবর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় আগেই।মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, এর প্রভাবে আক্রান্ত দেশসমূহের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রী বৈঠক করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী দিবসের অনুষ্ঠানে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।