রোববার (২৬-০৪-২০) প্রথম পর্যায়ে নগরীর খড়খড়ী, ললিতাহার এলাকার বিপদগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবার গুলোর মাঝে চাল, আটা, আলু, ডিম বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) ও যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান মনি, মোঃ আফাজ উদ্দিন সরকার। উদ্বোধনকালে ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) বলেন, বর্তমান করোনা কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি মুরগী খামারীরাও ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ। সেদিকটি লক্ষ্য করে তাদের সহযোগীতার উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পুরণের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সাথে ডিমও বিতরণ করা হয়। তিনি বিত্তবানদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্নবান জানান।
এসময় ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শবনম মোস্তারী, শামীমা আক্তার, মাসুদা চৌধুরী, আছের আলী আকাশ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহীন আলম, কবির হোসেন, মখলেসুর রহমান, মিজানুর রহমান, মাহবুব আলম প্রমূখ।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে থাকা গার্মেন্টস ব্যবসায়ী শামীম রেজা (৩৫)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি রোগ জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। এর পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সুস্থ না হওয়ায় গত শনিবার তার দেহের নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। মৃত শামীম রেজা গোদাগাড়ী পৌরসভা এলাকার গড়ের মাঠ গ্রামের মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর ছেলে। তার মৃত্যুর পর সকাল ৯টার দিকে নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে তার করোনা নেগেটিভ এসেছে।
নাগরিক ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনার ‘পল্লী নিবাস’ লকডাউন ঘোষণা করা হয়েছে। তার ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।
মঙ্গলবার (২৬ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদ এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারী আফজাল হোসেন। তিনি জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস লকডাউন করেছে। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদসহ স্টাফদের ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
আফজাল হোসেন আরও জানান, এর আগে গত শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি শিবলুর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এইa মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
নাগরিক ডেস্ক: ঈদের দিনই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। স্থানীয় সময় দুপরের পর দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুইয়ে ও বুইয়ার আহমাদ প্রদেশে আজ রোববার ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থাগুলোতেও ভূমিকম্পের এই খবর জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি। পরবর্তী সময়ে হয়তো তা জানা যাবে।
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়েই অন্যরকম পরিবেশে হচ্ছে এবারের ঈদ।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজবের পুত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরপরই তার বাড়ী লকডাউন করা হয়। রোববার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ আসে।
তথ্যমতে, কাউন্সিলর আজবের ছোট ছেলে নিয়মিত ওয়ার্ড কার্যালয়ে কম্পিটারে অফিসের বিভিন্ন কাজকর্ম করতেন। করোনা পরীক্ষার জন্য সিটি করপোরেশন থেকে নমুনা সংগ্রহ শুরু হলে তিনি নমুনা দেন পরীক্ষার করার জন্য। পরীক্ষার পর তার করোনা পজেটিভ এসেছে। এদিকে তার করোনা পজেটিভ হওয়ার কারণে এলাকায় ব্যপক ভাবে ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্খানীয়রা জানান।
নাগরিক ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে সিজদা রত অবস্থায় ইমাম আইয়ুব আলী (৭০) মৃত্যু হয়েছে । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন।
ঈদুল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের ইমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন। তখনই তার মৃত্যু হয়। আইয়ুব আলী উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও এলাকার প্রবীন সমাজসেবক ছিলেন।
পুঠিয়া প্রতিনিধি : সোমবার ঈদের দিন পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। পরে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় । মৃত সামিয়ারার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। দুপুরে আইনী প্রক্রিয়া শেষে লাশ তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, সকাল ৭টার দিকে কনস্টেবল সামিয়ারাকে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার করোনাভাইরাসে আক্রান্তের জোরালো কোন উপসর্গ তার মধ্যে ছিল না। তার পরও সামিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পরামর্শ দেয়া হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
হানিফ খন্দকার :
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত দেশব্যাপী পরিচালিত বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন ‘‘বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম” এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬’ মে) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন টুটুল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন সারা দেশে পরিচালিত ৩,৫০০টি প্রতিষ্ঠানে ৫০ হাজারের অধিক প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী (৭০% টিচিং ও ৩০% অফিস স্টাফ) স্বল্প বেতন-ভাতায় কর্মরত আছেন। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানগুলো বিগত ১৮ মার্চ ২০২০ থেকে বন্ধ থাকায় তাঁরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন। সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রশিক্ষক-কার্মচারীর বেতন-ভাতা, প্রতিষ্ঠানের ভাড়া, ইউটিলিটি ব্যয় (পানি, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি) বাবদ আমাদের প্রতি মাসে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয় হয়। বর্তমানে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় উদ্যোক্তাগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানগুলো যদি ৫ মাস বন্ধ থাকে, তাহলে ক্ষতির অংক দাঁড়াবে ৫২৫ কোটি টাকা। এ বিপুল পরিমান ব্যয় নির্বাহ করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। দেশে বিপুল সংখ্যক জনগোষ্টীকে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রযাত্রা অব্যহত রাখতে ৩৫০০টি বেসিক ট্রেড প্রতিষ্ঠানের অনূকুলে নূন্যতম ৫২৫ কোটি টাকা প্রণোদনার প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রীর নিকট বিণীত আবেদন জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য কাজী মিজানুর রহমান জুয়েল, সৌহার্দ বসাক সুমন, টুটন কুমার সরকার, কৌশিক আহম্মেদ শাকিল, আতাউর রহমান জনি, জয়ন্ত কুমার জয় প্রমুখ।
বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে স্বল্প প্রশিক্ষণ ফি’র মাধ্যমে বিভিন্ন ট্রেডে কারিগরিসহ আইসিটিতে প্রশিক্ষণ প্রদান, ফ্রিলান্সার তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি শাররীক প্রতিবন্ধী, ক্ষুদ্র ও নৃ-গোষ্টি, হিজড়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাসহ সমাজের সুবিধা বঞ্চিত বেকার যুবক-যুবতীদের বিনা খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
নাগরিক প্রতিবেদক: রাজশাহী নগরীতে করোনায় অর্থিকভাবে বিপদগ্রস্থ ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ স্মল এন্ড মিডিয়াম ইন্টারপ্রেনিয়র ফোরাম (c) রাজশাহী জেলা। এসময় সংগঠনটির সেচ্ছাসেবকরা ভ‚ক্তভোগীদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
নাগরিক প্রতিবেদক: করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৩৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে পাঠানো হয়েছে। রোববার ল্যাবে পাঠানো নমুনাগুলোর মধ্যে রাজশাহীর রয়েছে একজনের। আর বগুড়ার পাঁচজনের, নওগাঁর ১৫, জয়পুরহাটের ১০ ও নাটোরের দুইজনের নমুনা পাঠানো হয়েছে।
রামেকের করোনাভাইরাস পরীক্ষা ল্যাবের ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনেহার বলেন, রোববার ৩৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হলে ল্যাবটিতে এ পর্যন্ত মোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হবে। নমুনা ল্যাবে আসার পর তা প্রসেস করে পরীক্ষা সম্পন্ন করতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগছে। এর পর প্রাপ্ত ফলাফল অনলাইনে ঢাকার আইইডিসিআরে পাঠান হচ্ছে। সেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
ডা. সাবেরা বলেন, নমুনার ফলাফলের সঙ্গে রোগীর ঠিাকানা ও মোবাইল নম্বর পাঠানো হচ্ছে। এরপর পরীক্ষার ফল দেখে আইইডিসিআর থেকে ওই সকল রোগীদের সাথে যোগাযোগ করে তাদের করণীয় বিষয়ে নির্দেশনা দেবে।
নাগরিক প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় মামলা বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় সাড়ে ৫ মে: টন ( ১৩৮ বস্তা) সরকারি ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
রাণীনগর উপেজলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদী হয়ে একমাত্র আয়াত আলী আসামী করে রাণীনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ ( সাড়ে ৫ হাজার কেজি) সরকারি ত্রাণের চাল ভিজিটি ও খাদ্য বন্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো আল মামুন অভিযান চালিয়ে, ওই চাল উদ্ধারের পর স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের জিম্মায় রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।