সাইদুল ইসলাম, বাঘা প্রতিনিধি : গত ৪দিন ধরে বাঘা, চারঘাট, বাগাতিপাড়া ও লালপুর এলাকায় অনবরত বৃষ্টি হওয়ায় জনজীবন ও যান চলাচলে চরম বিঘ্নিত হচ্ছে।ফলে জনসাধারণ অত্র এলাকায় হাট – বাজার ও অন্যান্য জায়গায় যেতে পারছে না। শ্রমিক মাঠে কামলা দিতে পারছেনা। হাত-পা গুটিয়ে বসে আছে।মাঝেমাঝে ঠান্ডা বাতাসের ঝকাসে রোপা আমন মাটিতে নুয়ে পড়েছে।অন্যদিকে গুড়িগুড়ি বৃষ্টিতে মাঠে-আবাদি জমিতে পানি জমে চাষাবাদ পিছিয়ে যাচ্ছে।রবি শস্যের আগাম ফসল ডুবে গেছে।কৃষক আফসার,জনাব,হযরত বলেন জলবায়ু আগের মতো নেই। কখনো ঝিরঝির আবার কখনো উজান ঢলে বৃষ্টি হচ্ছে।
