নাগরিক ডেস্ক: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী আমিমা খাতুন ঐশিকে সম্ভ্রমহানি করায় লজ্জায় আত্মহত্যা করেছে ঐশি। এ ঘটনায় সম্ভ্রমহানি করা বখাটে ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় বখাটে ফরহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল আমিমা খাতুন ঐশি। ঐশি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। সে চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় তার বোনের বাড়িতে থেকে লেখাপড়া করতো। বখাটে ফরহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের আশানুর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গা শহরের প্রদীপ কুমার সাহার রড-সিমেন্টের দোকানের কর্মচারী ছিল।
রোববার দুপুরে ঐশির ভগ্নিপ্রতি মুজাহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বখাটে ফরহাদকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা দেয়ার র্অভিযোগে মামলা দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ ফরহাদকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে ফরহাদকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
One Comment
MarcosAnobe
tadalafil online: http://tadalafilonline20.com/ tadalafil 60 mg for sale