নাগরিক সময় : রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। বুধবার সকাল ১০ টায় কলেজের মূল ফটকের সামনে সহপাঠী রাজ্জাক হত্যার বিচারের দাবি সংযুক্ত নানা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে। মানববন্ধনে রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় তারা অতিসত্তর প্রকৃত আসামীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রসংগত, গত ২৬ অক্টোবর(শুক্রবার) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের একবরপুর বিশ্বাসপাড়ার আবদুস সালামের ছেলে আব্দুর রাজ্জাককে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে পরদিন শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই যুবক মারা যায় ।