নাগরিক সময় : বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণায় বুধবার সকাল ১০ টায় রাবির মেইন গেট এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন রাবি শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা দাবি করেন, সাকিবকে ষঢ়যন্ত্রমুলকভাবে আইসিসি কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এক শ্রেণির মানুষের স্বার্থে হাসিলের জন্য। এছাড়া সাকিবকে দলে ফিরিয়ে আনতে হবে। কারো স্বার্থ হাসিলের জন্য এমন খেলোয়ারকে মাঠের বাইরে দেখতে চাই না দেশবাসী। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে বোর্ড থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দেশি-বিদেশী চক্রান্তের প্রতিবাদ জানানো হয়।
One Comment
buy cialis generic online
hello guos 9128738519