নাগরিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জন্য তার নেতাকর্মীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। তাদের কর্মকাণ্ডই এমন। আপনারা শুনলে অবাক হবেন, তারা ক্ষমতায় থাকা কালে আমেরিকার এফবিআই’র লোকদের টাকা দিয়ে কিনে ফেলেছিল। জয়কে কিডন্যাপ করে হত্যা করার ষড়যন্ত্রও করেছিল তারা।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের জন্য কাজ করে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। আমাদের লক্ষ্যই হলো মানুষের উন্নয়নের জন্য কাজ করা। আমরা দেশকে উন্নত করতে কাজ করছি।’
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে যখন বিএনপি নেতারা নির্বাচন নিয়ে কথা বলেন বা নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে- তাদের আমি এটাই মনে করিয়ে দিতে চাই যে তাদের নেতা জিয়াউর রহমানের হ্যাঁ/না ভোট এবং তার যে নির্বাচন অথবা ৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচন। কেমন নির্বাচন তারা করেছিল। তখন কথাই ছিল ১০টা হুন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা। ঠিক তারই পদাঙ্ক অনুসরণ করেছিল জেনারেল এরশাদ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির শাসনামলে তারা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একদিকে হাওয়া ভবনের দৌরাত্ম ছিল। সরকারের মধ্যে আরেক সরকার ছিল হওয়া ভবন। তাদের অত্যাচারের স্টিম রোলার সবার ওপর চলেছে, হওয়া ভবন খুলে লুটপাট করা হয়েছে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের দিকে তাকান নাই, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে একটা আদর্শকে হত্যা করা হয়েছে।’
‘এ হত্যার বিচার না করে তার উপরন্তু হত্যাকারীদের বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। খুনিদের চাকরি দেওয়া হয়েছিল। জিয়া সরকারের পর এরশাদও হত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন খালেদা জিয়া।’
সকাল ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ দিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের নতুন নেতৃত্ব নির্বাচন এবং নাম ঘোষণা করা হবে।
3 Comments
MarcosAnobe
tadalafil pills: http://tadalafilonline20.com/ buy tadalafil
Jasonperse
drugs without doctor script usa pharmacy india
Jasonperse
best online international pharmacies india india pharmacy mail order