নাগরিক প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান করেছে এক প্রেমিকা।েএ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রেমিকা ইসমতারা উপস্থিতদের বলেন, আমরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে অনার্স ৩য় বর্ষে পড়াশোনা করি। গত চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক তারপর মাঝেমাঝে আমাদের দৈহিক সম্পর্ক হয়। এর আগে গত দেড় বছর আগে আমি খাইরুল ইসলামের বাড়িতে জানায়। পরে তারা য়ের প্রতিশ্রুতি দেয়। তা বাস্তবায়ন না হলে আজ সকালে বিয়ের দাবীতে খাইরুলের বাড়ী আসলে তার মা ও ভাই আমাকে মেরে বাড়ী থেকে বের করে দেয়। তারপর থেকে বাড়ীর বাইরেই বসে আছি।
এ বিষয়ে খায়রুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। খাইরুল ইসলামের মা দেলখোস বলেন আমার ছেলের সাথে এই মেয়ের কোন ধরনের সম্পর্ক নেই শুধু একই ক্লাসে পড়ে বলে বই হ্যান্ডনোট ইত্যাদি লেনদেন হতো তারা ভাল বন্ধু মাত্র।
মাটিকাটা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আলী আজম তৌহিদ স্থানীয় সাংবাদিকদের বলেন, উভয় পরিবারের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।