নাগরিক ডেস্ক: কুকুরের সঙ্গে ছবি তুলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। আহত ওই তরুণীর নাম লারা স্যানসোন। তার মুখে ৪০টি সেলাই দিতে হয়েছে। ১৪ জানুয়ারি উত্তর পশ্চিম আর্জেন্টিনার টুকুমানে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, কুকুরের হামলার পরে তরুণীর মুখে দুই ঘণ্টা অস্ত্রোপচার করতে হয়েছিল। বর্তমানে সুস্থ্য হয়ে উঠছেন তিনি। তবে তার খেতে সমস্যা হচ্ছে।

ছবি: টুইটার
স্থানীয় সংবাদপত্র ন্যাসিওনকে ওই তরুণী বলেন, ‘আমি জানি না কুকুরটি কেন এমন করলো। মনে হয়েছে আমি তাকে জড়িয়ে ধরায় সে ভয় পেয়েছিল।’
স্থানীয় এক পশু চিকিৎসক বলেছেন, কুকুরটির বয়স বেশি। সে এখন বৃদ্ধ। এজন্যই হয়তো তাকে আক্রমণ করেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বলেছেন, ‘কোনও কুকুরকে কখনই ঘাড় থেকে জড়িয়ে ধরা উচিত নয়। কারণ ঘাড় কুকুরের দুর্বল অংশ। তাদের স্বভাব রয়েছে যে, আপনি যদি তাদের ঘাড় জড়িয়ে ধরেন, তাহলে তারা মনে করে আপনি তাদের উপর আক্রমণ করতে যাচ্ছেন।’