নাগরিক প্রতিবেদক: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো মাসুদ রানার পুত্র ফাহিম (৪) ও মো. রানার কন্যা ফারহান (৪)। শনিবার দুপুরে নগরের মতিহার থানার সাতবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ জানায়, সকল ৯টার দিকে শিশু দুইটি নিখোঁজ হয়। দুপুরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।