নাগরিক ডেস্ক: আপনার হাতের প্লাস্টিকটি থেকে যদি ১৮ ক্যারেটের সোনা তৈরি হয় তাহলে কি তা আর আবর্জনা ভেবে ফেলে দিবেন? নাকি যত্ন করে জমিয়ে রাখবেন?
সম্প্রতি সুইস বিজ্ঞানীরা প্লাস্টিক ম্যাট্রিক্সের মিশ্রণ ব্যবহার করে ১৮ ক্যারেটের সোনা তৈরি করেছেন বলে দাবি করেছেন। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রাফায়েল মেজেঙ্গা ‘সায়েন্স’ পত্রিকায় প্রকাশিত এক জার্নালে জানানো হয়েছে, নতুন সোনার ওজন প্রচলিত ১৮ ক্যারেট সোনার চেয়ে প্রায় দশগুণ কম বলে জানিয়েছেন।
তিনি জানিয়েছে, চতুর্থাংশ সোনার সঙ্গে এক-চতুর্থাংশ তামা মেশানো থাকে। তাতে প্রতি ঘনসেন্টিমিটার সোনার ওজম হয় ১৫ গ্রাম। সেখানে প্লাস্টিক থেকে তৈরি সোনার ওজন প্রতি ঘনসেন্টিমিটারে মাত্র ৭ গ্রাম। হালকা হলেও এটি একদম খাঁটি ১৮ ক্যারেটের সোনা। খনিজ সোনার মতোই এর ঔজ্জ্বল্য। পালিশ করাও তুলনামূলক সহজ। প্রচলিত মিশ্রণগুলিতে তিন
তিনি আরো জানান, এটি তৈরিতে প্রোটিন ফাইবার এবং পলিমার ল্যাটেক্স ব্যবহার করা হয়েছে। প্রথমে সোনার ন্যানোক্রিস্টালের পাতলা একটি ডিস্ক রেখে পানির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে অ্যালকোহলের মধ্য দিয়ে নিয়ে তৈরি করা হয় একটি জেল। সেই জেলকে উচ্চ চাপের কার্বন-ডাই অক্সাইড গ্যাসের মধ্য নিলেই তৈরি হয়ে যাবে এই নতুন সোনা।
One Comment
MarcosAnobe
tadalafil daily use: http://tadalafilonline20.com/ generic tadalafil