নাগরিক প্রতিবেদক:
চলতি জানুয়ারি মাসে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী সাতজন অফিসারকে পুরস্কৃত করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জ এর ডিআইজি একেএম হাফিজ আক্তার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন তিনি।
এসময় তিনি মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান জোরদারকরণে সকাল থানায় গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জনসাধারণকে প্রত্যাশিত সেবা প্রদানেরও নির্দেশনা দেন।
শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া কর্মকর্তারা হলেন- অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সিরাজগঞ্জ জেলা ডিবির এসআই ইয়াসিন আরাফাত ও জয়পুরহাট সদর থানার এসআই জাকির আল হাসান, মাদকদ্রব্য উদ্ধারে বগুড়া জেলা ডিবির এসআই নাছিম উদ্দিন, গ্রেফতারে নওগাঁ সদর থানার এএসআই আতিকুর রহমান, মামলা তদন্তে নওগাঁর মান্দা থানার পরিদর্শক তারেকুর রহমান সরকার ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পরিদর্শক কে এম রাকিবুল হুদা এবং বগুড়ার শেরপুর থানার এসআই ওসমান গণি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম। সভায় রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।