আলো খাতুনের বাবা রোজদার আলী বলেন, আমার মেয়ে দীর্ঘদিন থেকে পেটের পিড়ায় ভূগছিলো। এই যন্ত্রনা সইতে না পেরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বাঘা থানা ওসি নজরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারকে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।