নাগরিক প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগাম প্রস্তুতি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট স্থাপন করা হয়েছে। হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর কেবিনে পাঁচটি বেড স্থাপন করে গত বুধবার এই ইউনিট খোলা হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ বিভিন্ন গণমাধ্যমকে জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর কেবিনে পাঁচটি বেড স্থাপন করে এই ইউনিট খোলা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের উপর তিনজন চিকিৎসকের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ নিতে তারা আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা যাবেন।উপ-পরিচালক সাইফুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস মোকাবেলায় হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই মোতাবেক দুইটি কেবিনে এই ইউনিট খোলা হয়েছে। এই ইউনিটে হাসপাতালের সিনিয়র-জুনিয়র চিকিৎসকরা থাকবেন।