নাগরিক প্রতিবেদক: নওগাঁয় লুডু খেলার জেরে নওগাঁয় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা (২০) পলাতক রয়েছে।
রবিবার বিকালে আহতাবস্থায় ওই যুবককে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহত হাসান আলী নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের ওসমান আলীর ছেলে। অভিযুক্ত সোহেল রানা একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।