নাগরিক প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পু র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু , দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, সময় সংবাদের সিনিয়র রিপোর্টার সাইফুর রহমান রকি, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী বাগমারার তাহেরপুর পৌরসভা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আ’লীগের দু- গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়। এসময় হাবিবুর রহমান পাপ্পু ছবি তুলতে গেলে তার উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।