নাগরিক প্রতিবেদক,নাটোর: নাটোর শহরের পচুর হোটেলের পার্শ্বে ময়লার ভাগাড় থেকে এক মুমূর্ষ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন নাটোর জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মতিউর রহমান। নাম পরিচয়হীন নারী বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
সিনিয়র সহকারী জজ মতিউর রহমান তার ফেসবুক ওয়ালেে লিখেন, ‘শুক্রবার বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। নাটোর শহরের পচুর হোটেলের পাশে ময়লার ভাগাড়ে একটা নারীকে পড়ে থাকতে দেখতে পায়। মুখে, নাকে এবং শরীরে হাজারো মাছি ভনভন করছে। দূর থেকে দেখে মনে হলো মরা মানুষ। কাছে এসে ভালো করে দেখি নিশ্বাস নিচ্ছে লোকটি, নিশ্বাসে পেটের ওঠা নামা অল্প অল্প বোঝা যাচ্ছে। দ্রুত সদর থানার ওসিকে বিষয়টি জানাই। পরে পুলিশের সহায়তায় নারীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করি। এখন অনেকটা ভালো আছে মানুষটা। তাঁর পরিচয় জানতে পারিনি।’
এবিষয়ে নাটোর জেলা সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, সদর হাসপাতালের আরএমও ডা. রাসেলের তত্ত্বাবধায়নে নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার নাম পরিচয় সম্পর্কে জানা সম্ভব হয়নি।