নাগরিক প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত স্কুল ছাত্রী (১৪) উদ্ধার করেছে। অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম নামের এক স্কুল ছাত্র (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় থানায় একটি অপহরন মামলা দায়ের হয়।
বাগমারা থানার পুলিশ জানায়, গত (২৪ ফ্রেব্রুয়ারী) সোমবার সকালে উপজেলার বসন্তপুর গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে রাস্তায় থেকে একই এলাকার মনিরুল ইসলাম তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে মেয়েটিকে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। লিখিত অভিযোগের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই উপজেলার ঝিকরা গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরনের সাথে জড়িত স্কুল ছাত্র মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। মনিরুল ইসলাম নন্দনপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী বলে বাগমারা থানার পুলিশ জানায়।
এলাকাবাসীর জানায়, স্কুল ছাত্রী দীর্ঘদিন থেকে মনিরুল ইসলামের সাথে প্রেমের সর্ম্পক ছিলো। বিষয়টি বাড়িতে জানাজানি হলে দুই পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর চাপের সৃষ্টি হয়। চাপের কারনে তারা দুইজনে বাড়ি থেকে পালিয়ে যায়।