নাগরিক প্রতিবেদক: রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি দপ্তরে সিটি করপোরেশন (রাসিক) এরপাওনা হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া রয়েছে আট কোটি ২৫ লাখ ৯৯ হাজার ১৯০ টাকা। আর অন্যান্য প্রতিষ্ঠান ও নগরবাসীর কাছে বকেয়া করের পরিমাণ ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ছয় টাকা। এ নিয়ে বিপাকে রয়েছে রাসিকের রাজস্ব বিভাগ।
বকেয়া ট্যাক্সের তালিকায় আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, শিল্পকলা একাডেমি, টেক্সটাইল মিলের মত প্রতিষ্ঠান। এর মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পাওনা দুই কোটি টাকা, টেক্সটাইল মিলের কাছে ২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ৮৭৬ টাকা, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের কাছে কাছে ১ কোটি ৩ লাখ ৮০ হাজার ৬৯০ টাকা, রাজশাহী জেলা স্টেডিয়ামের কাছে ৯৮ লাখ ৯১ হাজার ৬৯৮ টাকা, শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের কাছে ৪৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা, শিল্পকলা একাডেমির কাছে ৪৬ লাখ ৮ হাজার ২৩৯ টাকা পাওনা রয়েছে।
রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থ বছরে প্রায় ১৯ হাজার গ্রাহকের কাছে রাসিকের হোল্ডিং ট্যাক্স বকেয়া আছে। যারা নগরীর এক তৃতীয়াংশ বাড়ী বা ভবনের মালিক। ফলে মোট বকেয়া ট্যাক্সের মোট পরিমাণ ১২ কোটি ১০ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে ১২১টি সরকারি দফতর কর দেয় নি। তাদের কাছে পাওনা করের পরিমান আট কোটি ২৫ লাখ ৯৯ হাজার ১৯০ টাকা। আর ব্যক্তিগত পর্যায়ে হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে ১৮ হাজার ২০২ জন মালিকের। তাদের কাছে বকেয়া ট্যাক্স রয়েছে ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ছয় টাকা। এ পরিস্থিতিতে বকেয়া কর আদায়ে রাসিক কর খেলাপীদের চিহ্নিত করণ শুরু করে ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে। নিধারিত সময়ে ট্যাক্স না দিলে সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাসিক।