নাগরিক ডেস্ক: নওগাঁ সদর হাসপাতালে মেহেদী হাসান (২৭) নামে এক যুবককে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেদির বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলা পাড়া গ্রামের। তার পিতার নাম আব্দুল খালেক। মেহেদী সিঙ্গাপুর প্রবাসী।
জানা গেছ, গত শনিবার সিঙ্গাপুর থেকে মেহেদী হাসান দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এতে পরিবারের সদস্যদের মাঝে সন্দেহ দেখা দিলে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনির আলী আকন্দ বলেন, সিঙ্গাপুর প্রবাসী মেহেদী হাসান জ্বরে আক্রান্ত হলে সন্দেহজনকভাবে হাসপাতালে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কি-না সেটি এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। (তথ্য সূত্র: অনলাইন)
One Comment
MarcosAnobe
tadalafil online 20: http://tadalafilonline20.com/ order tadalafil