নাগরিক প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এলজিইডি’র বিভাগীয় পর্যায়ে সঙ্গীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি রাজশাহীর আয়োজনে এলজিইডিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাজশাহী এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক সরকার এবং বিশেষ অতিথি হিসেবে নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথিা বক্তব্যে বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক সরকার বলেন, শুধু লেখাপড়া নয়, মানুষ হতে হলে এবং মনোবিকাশ ঘটাতে হলে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরী। উপস্থিত ক্ষুদে শিল্পীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার করা পরামর্শ দেন। এসময় তিনি জানান, এখান থেকে প্রতিটি বিভাগের প্রথমস্থান অধিকারী চলতি মাসের ১৩ তারিখ ঢাকায় চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ববধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থার রাজশাহী জেলা সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ বেতার রাজশাহীর সংগীত প্রযোজক মীর রায়হান ও বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পি মৌ ফ্লোরেন্স টুডু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে
রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আগত কর্মকর্তা-কর্মচারী, শিল্পি ও রাজশাহীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
