নাগরিক প্রতিবেদক: রাজশাহী নগরীতে করোনায় অর্থিকভাবে বিপদগ্রস্থ ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ স্মল এন্ড মিডিয়াম ইন্টারপ্রেনিয়র ফোরাম (c) রাজশাহী জেলা। এসময় সংগঠনটির সেচ্ছাসেবকরা ভ‚ক্তভোগীদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
রোববার (২৬-০৪-২০) প্রথম পর্যায়ে নগরীর খড়খড়ী, ললিতাহার এলাকার বিপদগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবার গুলোর মাঝে চাল, আটা, আলু, ডিম বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) ও যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান মনি, মোঃ আফাজ উদ্দিন সরকার। উদ্বোধনকালে ফোরামের আহবায়ক মোঃ মনিরুজ্জামান (স্বাধীন) বলেন, বর্তমান করোনা কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি মুরগী খামারীরাও ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ। সেদিকটি লক্ষ্য করে তাদের সহযোগীতার উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পুরণের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সাথে ডিমও বিতরণ করা হয়। তিনি বিত্তবানদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্নবান জানান।
এসময় ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শবনম মোস্তারী, শামীমা আক্তার, মাসুদা চৌধুরী, আছের আলী আকাশ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহীন আলম, কবির হোসেন, মখলেসুর রহমান, মিজানুর রহমান, মাহবুব আলম প্রমূখ।
2 Comments
buying cialis online safely
hello guos 9128738513
buy cialis generic
hello guos 9128738513