নাগরিক ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বাতিল করে ব্যালট পেপারে ভোট নিতে লিখিতভাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে এই আবেদন জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর এ চিঠি দেন বিএনপি মহাসচিব।
চিঠিতে ফখরুল বলেন, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ উপনির্বাচনের বিস্তারিত চিত্রসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। মনে করি, বিষয়টি আপনারাও অবহিত আছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই চিত্র ইভিএম, নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সম্পর্কে আমাদের দাবিকে আরও পাকাপোক্ত করেছে।
মির্জা ফখরুল বলেন, ইভিএম মেশিনের দুটি ইউনিট। একটি কন্ট্রোল ইউনিট, অন্যটি ব্যালট ইউনিট। এর মধ্যে ব্যালট ইউনিট অরক্ষিত। কন্ট্রোল ইউনিটে ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের পর একজনের ভোট দিতে পারেন অন্যজন।
চিঠিতে মহাসচিব আরও বলেন, এই পরিপ্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশনের হাতে এখনো সময় আছে নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করার। সেই লক্ষ্যে ইভিএমের অকার্যকারিতাকে বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা বাতিল করে প্রচলিত ব্যালট পেপারে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন এর ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্ত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাতিন, রাহাত, আফজাল, সুদিপ্ত, আরিফ। দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন ২০১১ সাল থেকে গরিব শীতার্তদের মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্বল বিতরণ করে থাকে। এ বছর গোদাগাড়ী উপজেলা ও আলাতুলী ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করেছে সংস্থাটি।
নাগরিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জন্য তার নেতাকর্মীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। তাদের কর্মকাণ্ডই এমন। আপনারা শুনলে অবাক হবেন, তারা ক্ষমতায় থাকা কালে আমেরিকার এফবিআই’র লোকদের টাকা দিয়ে কিনে ফেলেছিল। জয়কে কিডন্যাপ করে হত্যা করার ষড়যন্ত্রও করেছিল তারা।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের জন্য কাজ করে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। আমাদের লক্ষ্যই হলো মানুষের উন্নয়নের জন্য কাজ করা। আমরা দেশকে উন্নত করতে কাজ করছি।’
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে যখন বিএনপি নেতারা নির্বাচন নিয়ে কথা বলেন বা নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে- তাদের আমি এটাই মনে করিয়ে দিতে চাই যে তাদের নেতা জিয়াউর রহমানের হ্যাঁ/না ভোট এবং তার যে নির্বাচন অথবা ৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচন। কেমন নির্বাচন তারা করেছিল। তখন কথাই ছিল ১০টা হুন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা। ঠিক তারই পদাঙ্ক অনুসরণ করেছিল জেনারেল এরশাদ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির শাসনামলে তারা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একদিকে হাওয়া ভবনের দৌরাত্ম ছিল। সরকারের মধ্যে আরেক সরকার ছিল হওয়া ভবন। তাদের অত্যাচারের স্টিম রোলার সবার ওপর চলেছে, হওয়া ভবন খুলে লুটপাট করা হয়েছে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের দিকে তাকান নাই, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে একটা আদর্শকে হত্যা করা হয়েছে।’
‘এ হত্যার বিচার না করে তার উপরন্তু হত্যাকারীদের বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। খুনিদের চাকরি দেওয়া হয়েছিল। জিয়া সরকারের পর এরশাদও হত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন খালেদা জিয়া।’
সকাল ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ দিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের নতুন নেতৃত্ব নির্বাচন এবং নাম ঘোষণা করা হবে।
নাগরিক প্রতিবেদক:
জমি অধিগ্রহণের জটিলতায় পিছিয়ে গেল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কার্যক্রম। চলতি বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গত ১৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব রামেবির নির্ধারিত জমি দেখতে এসে ক্ষুব্ধ হন। পরে তিনি অন্য জায়গায় জমি অধিগ্রহণের জন্য নির্দেশনা দেন। এতে করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসক নেতা ও সিন্ডিকেটের সদস্যরা।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ/ ইনস্টিটিউট বা অন্য কোন মেডিকেল প্রতিষ্ঠানসমূহ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভূক্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সে অনুযায়ী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকার গত অর্থ বছরে রামেবি’র জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মূল ক্যাম্পাসের জন্য রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম মৌজায় প্রায় ৮৫ দশমিক ৮০৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু গত দুই বছরেও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি।
তথ্য মতে, রামেবির নির্ধারিত জমিটি সরকারে কাছ থেকে বরাদ্দ নিয়ে শতাধিক পরিবার বসবাস করছেন। এ কারণে জমি অধিগ্রহণ করতে গিয়ে আইনি সমস্যায় পড়ে জেলাপ্রশাসন। আর এজন্য জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করেনি জেলাপ্রশাসন। রামেবি সিন্ডিকেটের এক সদস্য সাংবাদিকদের জানান, যে জমিটি দেখা হয়েছিল, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। এখন নতুন করে আবার জমি দেখতে হবে। এতে আবারও অনেকটা সময় পিছিয়ে গেল কার্যক্রম। জমি নির্ধারণের আগে সম্মিলিত সিদ্ধান্ত হলে আজ এই সংকট হতো না।
নাগরিক প্রতিবেদক: সহপাঠীকে শ্লীলতাহানির অভিযোগে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজছাত্র ও এক পুলিশ কর্মকর্তার পুত্রকে পিটিয়েছে একই কলেজের ছাত্রীরা। অভিযুক্ত ওই ছাত্র হলেন, যোবায়ের আহমদে। তিনি রাজশাহী নগর পুলিশের পরিদর্শক আবদুল মোমেনের ছেলে।গত বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রকাশ্যে ওই ছাত্রকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ। যোবায়ের কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাটে। পরিবারের সঙ্গে রাজশাহী নগরী ঝাউতলা মোড় এলাকায় বসবাস করেন। শ্লীলতাহানির শিকার ছাত্রীও একই শ্রেণিতে পড়ে। তার বাড়ি জেলার চারঘাট উপজেলায়।
ওই ছাত্রীর বান্ধবীর ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন যোবায়ের। কিন্তু তাকে সাড়া দেননি তার বান্ধবী। এতে ক্ষিপ্ত হয়ে নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করেন যোবায়ের। কয়েকদিন আগে ওই ছাত্রীর শ্লীলতাহানিও করেন। বিষয়টি পরে ওই ছাত্রী বান্ধবীদের জানান।
বৃহস্পতিবার বিভাগের টেস্ট পরীক্ষা থেকে বেরিয়ে অভিযুক্ত যোবায়েরের ওপর চড়াও হন ছাত্রীরা। এক পর্যায়ে কয়েকজন ছাত্রী তাকে মারধর করেন। এ ঘটনার ভিডিও ধারণ করেন একই বিভাগের এক শিক্ষার্থী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিওটিতে এক ছাত্র পেটাতে দেখা যাচ্ছে তিন ছাত্রীকে। এক পর্যায়ে আরেক ছাত্র গিয়ে ছাত্রীদের থামান।
নাগরিক সময় :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি (বিজ্ঞান) ইউনিটে অ-বিজ্ঞান শাখায় মানবিক থেকে প্রথম হওয়া এক ভর্তিচ্ছুকে জালিয়াতির সন্দেহে ভর্তি কার্যক্রম থেকে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ওই শিক্ষার্থীর নাম মো. হাসিবুর রহমান। তিনি তার সংশ্লিষ্ট এ (মানবিক, রোল-৫৪২৩৩) ইউনিটে মাত্র ২০ নম্বর পেয়েছেন। অথচ সি ইউনিটের (রোল-৮০৩১৮) অ-বিজ্ঞান শাখায় মানবিক থেকে পরীক্ষায় অংশ নিয়ে হাসিব এমসিকিউয়ে ৬০ এর মধ্যে ৫৪ ও লিখিততে ৪০ এর মধ্যে ২৬ নম্বরসহ মোট পেয়েছেন ৮০। ফলাফলের এ চরম অসঙ্গতি ভর্তিপরীক্ষা সংশ্লিষ্টদের নজরে আসায় তাকে সোমবার (২৫ নভেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয়।
সি ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ সাংবাদিকদের বলেন, ““সেদিন তার হাতের লেখা পরীক্ষা করা হয়েছে। তার হাতের লেখাও সন্দেহজনক মনে হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলাম, তাতে সে খুব বেশি উত্তর দিতে পারেনি। একটু গরমিল মনে হয়েছে। পরে তার এ ও সি ইউনিটের পরীক্ষার দুটি খাতাও দেখা হয়েছে। সেখানেও তার হাতের লেখায় গড়মিল দেখা গেছে। সবমিলিয়ে আমরা ডিনরা বসে জালিয়াতির সন্দেহে তার ভর্তি কার্যক্রম স্থগিত করেছি।”
তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে প্রশ্ন করা হলে একরামুল হামিদ বলেন, “ভর্তি কার্যক্রম যেহেতু ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে সে (হাসিব) আসলে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা ডিনরা একটা তদন্ত কমিটি হয়তো পরে করব।”
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া নামক স্থানে অবৈধভাবে রাস্তার গাছ গাটার অভিযোগ উঠেছে। গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) এর অভিযোগ সূত্রে জানা যায় গত আনুমানিক ১০ তারিখে দিয়াড় মহাব্বতপুর গ্রামের মৃতঃ কায়েম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৮) (চর বয়ারমারী প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড কাম পিয়ন), হরিশংকরপুর গ্রামের মৃতঃ মহিউদ্দিনের ছেলে হিটলার (৪০) তারা শীর্ষ নেতাদের মদদে কিছু লেবার নিয়ে ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে ৩০-৩৫ বছরের প্রায় ১৫টি বড় বড় রাস্তার গাছ অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়। তারা গাছ কাটতে গেলে স্থানীদের তোপের মুখে পড়ে তার পরেও তাদের গালিগালাজসহ বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে গাছগুলো কেটে নিয়ে চলে যায়। এব্যাপারে প্রত্যক্ষদর্শী ৬নং ওয়ার্ডের মৃত: নূরুল ইসলামের ছেলে কবির হোসেন, শাহজাহান আলীর ছেলে তামিম হোসেন, মৃত বাসেদুর রহমানের ছেলে নাসিম হোসেন জানান দুস্কৃতিকারীরা গাছগুলো কেটে নিয়ে চলে গেছে। তারা বাধা নিষেধ করতে গেলে তাদেরকে গালাগালি করে। এছাড়াও ৫নং ওয়ার্ডের নাইস এবং এম.এম ৪ নামক ভাটার কর্মচারীরা গাছ কর্তন করাসহ গাছগুলো বহন করে নিয়ে যেতে দেখেছেন বলে জানা যায়।
৫নং ওয়ার্ড মেম্বার হরিশংকরপুর গ্রামের গাছ নিধনকারী হিটলারের ভাই টকেন মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে আমি পরে জানতে পেরেছি, গাছ কাটার কথা আমাকে কিছু বলেনি পরে জানতে পেরেছি তারা কিছু গাছ কেটেছে। যারা গাছ কেটে তার মধ্যে হিটলার আমার ভাই বলে স্বীকার করেন। গাছগুলো তারা কি করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন কিছু কাজে লাগিয়েছে আর কিছু লয়ছয় করেছে।
এব্যাপারে হিটলারের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করে বলেন মেম্বার, ইউপি চেয়্যারম্যান ও উপজেলা চেয়্যারম্যানকে বলে ডাঁড়ার কপাটের জন্য ৩/৪টি গাছ কেটেছি।
বিষয়টি আমার জানা নাই। মাটিকাটা ইউনিয়নের চেয়্যারম্যান আলী আজম তৌহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একজন চেয়্যারম্যান আমি নিজেও একটি ডাল কাটার জন্য এখন পর্যন্ত সাহস করতে পারিনি, হরিশংপুরে কতিপয় ছেলে যারা নেতা দাবী করে তারা নিজেদের গায়ের জোরে কিছু গাট কেটেছে তবে গাছ কাটার আগে আমাকে ফোনে বলেছিল যে, মামা গাছ কাটছি তখন চেয়্যারম্যান বলেন যে, আমি গাছ গাটার অনুমতি দিতে পারব না। কাটার প্রয়োজন হলে নির্বাহী অফিসারকে বলে কাট। তার পরেও স্থানীয় মেম্বার কিংবা আমাকে আর তারা জানায়নি গাছ কেটে নিয়েছে।