নাগরিক প্রতিবেদক: রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে থাকা গার্মেন্টস ব্যবসায়ী শামীম রেজা (৩৫)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি রোগ জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। এর পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সুস্থ না হওয়ায় গত শনিবার তার দেহের নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। মৃত শামীম রেজা গোদাগাড়ী পৌরসভা এলাকার গড়ের মাঠ গ্রামের মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর ছেলে। তার মৃত্যুর পর সকাল ৯টার দিকে নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে তার করোনা নেগেটিভ এসেছে।
পুঠিয়া প্রতিনিধি : সোমবার ঈদের দিন পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। পরে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় । মৃত সামিয়ারার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। দুপুরে আইনী প্রক্রিয়া শেষে লাশ তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, সকাল ৭টার দিকে কনস্টেবল সামিয়ারাকে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার করোনাভাইরাসে আক্রান্তের জোরালো কোন উপসর্গ তার মধ্যে ছিল না। তার পরও সামিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পরামর্শ দেয়া হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরের বাটুপাড়া গ্রামে রবিউল ইসলাম(১৮) আত্মহত্যা করেছেন। সে আফজালের পুত্র এবং বাটুপাড়া টিবিএম ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র। শনিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে।মৃত স্কুল শিক্ষার্থীর পরিবারের দাবী মোটরসাইকেল কিনে দিতে বলে রবিউল। মোটরসাইকেল কি না দেয়ার জন্য সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের দাবী।
নাগরিক প্রতিবেদক, বাঘা : বাঘায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের হাবিলদার আলাউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করেন।
আটক বেলাল হোসেন উপজেলার মীরগঞ্জ ভানুকর (চাইপাড়া) গ্রামের নেছের আলী মন্ডলের ছেলে। এ বিষয়ে বিজিবির হাবিলদার আলাউদ্দিন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেছেন।
মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের হাবিলদার আলাউদ্দিন জানান, আটক বেলাল হোসেন দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ীতে ইয়াবা বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নাগরিক প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ। গত ২৪ জানুয়ারী শুক্রবার চলতি দায়িত্বে থাকা নির্বাচিত চেয়ারম্যান আলী আজম তৌহিদ মারা গেলে গত ১৮ ফেব্রুয়ারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান এই তফসিল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক তফসিলে জানাযায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় রাজশাহীর পত্র নং ১৭.০৪.৮১০০.০০০.৪১.০১২.১৯-৮৩ তারিখ ১৭-০২-২০২০ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০ বিধির (৩) উপবিধি অনুসারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান গোদাগাড়ী, রাজশাহী ও রিটার্নিং অফিসার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের সর্বসাধারণের অবগতির জন্য চেয়ারম্যান উপ-নির্বাচনের জন্য সময় সূচি ঘোষণা করেন।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাতজন নিহতের ঘটনায় আহত আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মোট ৮ জন প্রাণ হারালেন। রোববার সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলীর (৩৫) মৃত্যু হয়। নিহত রমজান গোদাগাড়ী উপজেলার কেল্লাবারইপাড়া গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে সাতজনই এক পরিবারের বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনার আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চারজন শনিবার মারা যান। আর রমজান আলী নামের একজনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রোববার সকালে তিনিও মারা গেছেন। এর আগে তার স্ত্রী আছিয়া বেগম (৩০) ঘটনাস্থলে ও মেয়ে রাফিয়া (২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও এ ঘটনায় নিহতরা হলেন, রামজান আলীর ভাইরা রাজশাহী নগরের মুনাফের মোড় এলাকার আক্কাস আলী আকাশ (৪০), তার স্ত্রী হোসনে আরা (৩৫), তাদের মেয়ে মুসফিরা (৭) ও তিন মাসের ছেলে আদিব হাসান ও নগরের মেহেরচন্ডীর মতিউর রহমানের ছেলে প্রাইভেট কার চালক মাহবুবুর রহমান (৩৫)।
গোদাগাড়ী উপজেলার মহিষাল বাড়িতে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবার নিয়ে যাচ্ছিলেন আক্কাস আলী ও রামজান আলী। কাদিরপুরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাববের আলী ওরফে আক্কাস (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চার মাসের শিশু সন্তান আদিব আল হাসান, শিশু মুসফেরা (৮), চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫) ও অজ্ঞাত এক নারী (২২)।
রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ গনমাধ্যমকে জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও শিশু মারা যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাববের আলী ওরফে আক্কাস (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চার মাসের শিশু সন্তান আদিব আল হাসান, চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫) ও অজ্ঞাত এক নারী (২২)।
রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ গনমাধ্যমকে জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও শিশু মারা যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী বারশত দিয়াড় গ্রামের নিচে পদ্মার চর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে বিজিবির আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই র ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীন জানান, বিপুল পরিমানের ফেনসিডিলের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে- এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে মীরগঞ্জ বিওপির হাবিলদার আলাউদ্দিনসহ বিজিবির একটি দল মীরগঞ্জ বারশত দিয়াড় গ্রামের নিচে পদ্মার চরে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক বস্তা ফেনসিডিলের ফেলে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নাগরিক প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত স্কুল ছাত্রী (১৪) উদ্ধার করেছে। অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম নামের এক স্কুল ছাত্র (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় থানায় একটি অপহরন মামলা দায়ের হয়।
বাগমারা থানার পুলিশ জানায়, গত (২৪ ফ্রেব্রুয়ারী) সোমবার সকালে উপজেলার বসন্তপুর গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে রাস্তায় থেকে একই এলাকার মনিরুল ইসলাম তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে মেয়েটিকে জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। লিখিত অভিযোগের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই উপজেলার ঝিকরা গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরনের সাথে জড়িত স্কুল ছাত্র মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। মনিরুল ইসলাম নন্দনপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী বলে বাগমারা থানার পুলিশ জানায়।
এলাকাবাসীর জানায়, স্কুল ছাত্রী দীর্ঘদিন থেকে মনিরুল ইসলামের সাথে প্রেমের সর্ম্পক ছিলো। বিষয়টি বাড়িতে জানাজানি হলে দুই পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর চাপের সৃষ্টি হয়। চাপের কারনে তারা দুইজনে বাড়ি থেকে পালিয়ে যায়।